নদিয়া: ফের বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA)। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাপস সাহা (Tapas Saha)। বললেন, ‘সামনে পঞ্চায়েত ভোট। সকলে নিজেকে নিয়ে ব্যস্ত। জেলা সভাপতি বা কোঅর্ডিনেটর, কেউই আসেন না। কারও কোনও হেলদোল নেই, এই সিস্টেমটা ভাল নয়। তবে তেহট্টে আমি দলের মুখরক্ষা করব।’


ফিরহাদ হাকিমকে জবাব...
ফিরহাদ হাকিমকেও জবাব দিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। বলেছেন, ‘খুব ভাল কথা বলেছেন ফিরহাদ। আমার সম্পর্কে জেনে থাকলে সঠিক কথা বলেছেন। আমার জিনিস আমাকেই বুঝে নিতে হবে, এই বিষয়ে আমি একমত। দলের থেকে কোনও সহযোগিতা আশা করি না।’ ঠিক কী বলেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ? 'অন্যায় না করলে বুকে বল নিয়ে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে’, বার্তা ছিল তাঁর। সেই কথার প্রেক্ষিতেই জবাব দিলেন তাপস সাহা। 

এখনও পর্যন্ত যা...
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার পাশাপাশি রয়েছে তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন রয়েছে, দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আরেকটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপস সাহার ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআইয়ের অনুমান, আপ্ত সহায়ককে সামনে রেখে বকলমে নিয়োগ দুর্নীতির চক্র ফেঁদে বসেছিলেন তাপসই। এ নিয়ে আরও তথ্য জানতে রাজ্য দুর্নীতিদমন শাখার তদন্তকারী অফিসারদের সঙ্গেও সিবিআই আধিকারিকদের কথা বলার সম্ভাবনা রয়েছে। তবে এসবের মধ্যেই অন্য ছবি দেখা গেল বিধায়কের বাড়িতে। ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি সেরে সিবিআই বেরোনোর পরই তাঁর বাড়িতে ভুরিভোজ হল।
শনিবার সন্ধ্যায় সেখানে খাওয়াদাওয়ার আসর বসেছিল। তৃণমূল বিধায়কের বাড়িতে কব্জি ডুবিয়ে খেলেন দলীয় কর্মী-সমর্থকরা। ভুরিভোজের তদারকিতে ছিলেন স্বয়ং তেহট্টের বিধায়ক। পরে সেই ছবি ভাইরালও হয়। 


আরও পড়ুন:নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে