মুম্বই: করোনাভাইরাসের ভয় তাঁকে গ্রাস করেছে,জানালেন  সলমন খান। ভয় ঢুকে গিয়েছে সলমনের মনে। বর্তমানে তিনি রয়েছেন নিজের পানভেলের ফার্মহাউসে। সেখান থেকেই অভিনেতা-ভাই সোহেল খানের ছেলে নির্বাণকে সঙ্গে নিয়ে ট্যুইটারে একটি  ভিডিও পোস্ট করে সলমন বলেছেন,  সেখানে গিয়েছিলেন মাত্র কয়েকটা  দিন কাটাবেন বলে, কিন্তু এখন দেশব্যাপী লকডাউন চলতে থাকায় সেখানেই থেকে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, হম তো ডর গয়ে। তিন সপ্তাহ বাবাকে দেখিনি। আমরা এখানে, উনি ঘরে (গ্যালাক্সি অ্য়াপার্টমেন্ট) একা আছেন। সলমনের বাবা সেলিমের নাম অমর হয়ে রয়েছে আরেক চিত্রনাট্যকার লেখক জাভেদ আখতারের সঙ্গে, দুজনে মিলে শোলে ছবির জন্য ডায়ালগ লেখার দৌলতে। সেই ছবিরই একটি ডায়লগ উদ্ধৃত করে সলমন বলেছেন, মনে আছে সেই ডায়লগটা, জো ডর গয়া ও মর গয়া। এখানে এই পরিস্থিতিতে ওটা  প্রযোজ্য নয়। আমরা ভয় পেয়েছি, সত্য়ি কথাটা সাহস করেই বলছি। দয়া করে এই অবস্থায় সাহস দেখাতে যাবেন না। সলমন বলেছেন, চলতি পরিস্থিতির  সঙ্গে মানানসই হতে পারে একটাই ডায়লগ-জো ডর গয়া ও বচ গয়া এবং তার আশপাশের লোকজনেরও প্রাণ বাঁচানো। সুতরাং কাহিনির নির্যাস হল, আমরা সবাই ভয়ে ভয়ে আছি।