মুম্বই: সম্প্রতি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি পুরানো দিনের ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শশী কপূর, এক মহিলা এবং দুটি বাচ্চা ছেলে, মেয়ে।

ছোট্ট সেই শিশুটি বলিউডের আজকের অন্যতম ব্যস্ত নায়ক। দেখুন টুইটারে অমিতাভের সেই ছবি




এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ছবিতে ছোট্ট শিশুটি কে?  শিশুটি হলেন আজকের বলিউডের সুপারস্টার রণবীর কপূর। সঙ্গে রয়েছেন তাঁর বোন রিদ্ধিমা কপূর। আর তাঁদের হাত ধরে রয়েছেন তাঁদের মা নীতু কপূর।

'ড্রাগন' ছবিতে একসঙ্গে কাজ করছেন বিগ বি এবং রণবীর কপূর।