মুম্বই: দঙ্গল-এ সেজেছিলেন আমির খানের মেয়ে। আবার ঠগস অফ হিন্দোস্তান-এ শোনা যাচ্ছে, আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তাঁর। আর এই ফতিমা সানা শেখকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বহু সিনিয়র অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
ফতিমার সঙ্গে আমিরের সাম্প্রতিক মাখামাখির খবর বলিউডের অজানা নয়। আমিরই ফতিমাকে পাইয়ে দিয়েছেন যশরাজ ফিল্মসের মত ব্যানারের এই ছবি। তাঁদের এই ঘনিষ্ঠতা বিশেষ ভাল চোখে দেখছেন না ছবির আর এক নায়িকা ক্যাটরিনা। তাঁর ধারণা, আমিরের এই ফতিমা মুগ্ধতা ঠগস অফ হিন্দোস্তান-এ তাঁর চরিত্রের ক্ষতি করছে।
ক্যাট ভয় পাচ্ছেন, ফতিমাকে বেশি গুরুত্ব দিতে আমির তাঁর চরিত্র কাটছাঁট করে দিতে পারেন। এমনিতেই এই ছবি একেবারেই নায়ক নির্ভর, যা করার সব করছেন আমির খান ও অমিতাভ বচ্চন। স্রেফ যশরাজ ফিল্মস ও আদিত্য চোপড়ার সঙ্গে সুসম্পর্কের কারণেই ছবিটি করতে রাজি হন ক্যাটরিনা। কিন্তু যেভাবে আমির-ফতিমা মেলামেশা করছেন, তাতে তাঁর কপালের ভাঁজ বাড়ছে।
শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে আদিত্যর সঙ্গেও কথা বলেছেন ক্যাটরিনা, আদিত্য আশ্বাস দিয়েছেন, তাঁর চরিত্র ছাঁটা হবে না। কিন্তু তাঁর আশঙ্কা পুরোপুরি দূর হয়নি কারণ সেটে আমির খানের প্রবল প্রভাব থাকে।
৭ নভেম্বর মুক্তি পাবে ঠগস অফ হিন্দোস্তান। তখনই বোঝা যাবে ক্যাটরিনার আশঙ্কা সত্যি হয়েছে কিনা।
ঠগস অফ হিন্দোস্তানে আমির বেশি 'গুরুত্ব দিচ্ছেন' ফতিমাকে, উদ্বিগ্ন ক্যাটরিনা?
ABP Ananda, Web Desk
Updated at:
29 Mar 2018 12:39 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -