মুম্বই: মাত্র কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ছবি। বলা হয়, ‘ঠগস অফ হিন্দুস্তান’-এ অমিতাভের লুক।




ছবিটিতে অমিতাভের মেকআপ, বয়সের ছাপ যেভাবে দেখানো হয়েছে, সব নিয়ে বিশাল প্রশংসাও কুড়োয়। তবে পরে যশরাজ ফিল্মসের এক মুখপাত্র জানায় ছবিটি অমিতাভের নয়।

প্রসঙ্গত, ছবিতে থাকা ব্যক্তিটির সঙ্গে বলিউডের শাহেনশার অনেক সাদৃশ্য থাকলেও, তিনি আসলে একজন আফগান উদ্বাস্তু, তিরিশ বছরেরও বেশি আগে ছবিটি তোলা হয়েছিল। সেই ব্যক্তির সঙ্গে অমিতাভের শুধু চেহারার আদলে নয়, চোখের এক অদ্ভূত মিলও পাওয়া গিয়েছে। গুগলে সার্চ করলে দেখা যাবে, এই ছবি দীর্ঘদিন রয়েছে সেখানে।



কিংবদন্তী ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির কথা মনে পড়ে? যাঁর ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেন সেই আফগান-কন্যা। যাঁর সবুজ চোখের মণি, লাল হেডস্কার্ফ এবং বিনা মেকআপের আগুন ঝড়ানো লুক দেখে অনেকেই বলেছিলেন তৃতীয় বিশ্বের মোনালিসা এই কিশোরী। সেই কিশোরীর নাম ছিল শরবত গুলা।

সৌজন্যে গুগল

সেই ফটোগ্রাফারের ক্যামেরাতেই লেন্সবন্দি হয়েছিলেন এই আফগান উদ্বাস্তু। সালটা ১৯৮১, পাকিস্তানের বেলুচিস্তানে ছবিটি তোলা হয়েছিল।

সৌজন্যে গুগল

আপাতত ভক্তদের আরও একটু অপেক্ষা করতে হবে বিগ বি-র ‘ঠগস অফ হিন্দুস্তানে’র লুক দেখার জন্যে।