কাকদ্বীপ: আধার নম্বর জাল করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
গতকাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উকিলের হাট শাখায় অ্যাকাউন্টে ২ হাজার টাকা জমা দেন সুশান্ত মাইতি। অভিযোগ, পাসবুক আপডেট করে দেখা যায়, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। এনিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে,আধার নম্বর জাল করে মুম্বইয়ের বেলাপুর শাখা ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একাধিকবার টাকা তোলা হয়েছে। ওই গ্রাহকের এটিএম কার্ড বা চেকবুক তাঁর নিজের কাছে থাকা সত্বেও কীভাবে টাকা তোলা হল, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এটিএম কার্ড, চেকবুক ব্যবহার না করে আধার নম্বর জাল করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2018 09:23 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -