নয়াদিল্লি: শনিবার থেকে শুরু হয়েছে সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত, বহু প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-র টিকিটের অগ্রিম বুকিং ('Tiger 3' Advance Booking)। এই স্পাই থ্রিলারে খলচরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। 'টাইগার' ফিল্ম সিরিজের তৃতীয় ছবির জন্য কত সকালে শুরু হচ্ছে প্রথম শো?
শুরু হল 'টাইগার ৩' ছবির অগ্রিম টিকিট বুকিং
২০১২ সালে মুক্তি পায় 'এক থা টাইগার', ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়'। এবার ২০২৩ সালে মুক্তি পাচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবি 'টাইগার ৩'। মুখ্য দুই চরিত্রে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। মণীশ শর্মা পরিচালিত এই ছবি দীপাবলির আবহে মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগুতে।
জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং সংস্থা 'বুক মাই শো' অনুযায়ী, দর্শকের চাহিদা মেটাতে একাধিক মাল্টিপ্লেক্সে প্রায় প্রত্যেক ঘণ্টায় একটি করে শো থাকছে 'টাইগার ৩' ছবির। এখনও পর্যন্ত মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে সবচেয়ে সকালের শো পাওয়া গেছে, সকাল ৬.০৫-এ। ১২ নভেম্বর, রবিবার মুক্তি পাবে ছবিটি। দীপাবলির আবহে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম দিনের শেষ শো শুরু হবে রাত ১১.৫৫-এ। মধ্যরাতের মাত্র ৫ মিনিট আগে শো টাইম দেখা গেছে একাধিক 2D স্ক্রিনে।
কেমন থাকছে টিকিটের দাম? বহু প্রতীক্ষিত 'টাইগার ৩' ছবির টিকিটের দামেও রয়েছে বৈচিত্র। ১২০ টাকা থেকে শুরু করে ধীরে ধীরে সেই টিকিটের দাম পৌঁছেছে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। একই দিনে দুই ভিন্ন প্রেক্ষাগৃহে, দুই ভিন্ন সময়ের শোয়ে এমনই পার্থক্য টিকিটের দামের। তিনটি মাল্টিপ্লেক্সের চেন মিলিয়ে ইতিমধ্যেই ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথমে শোনা গিয়েছিল চাহিদা মেটাতে সকাল ৭টা থেকে রাখা হবে শোয়ের সময়। কিন্তু প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ের মাত্রা দেখে সেই সময় আরও এগিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: Ishaa Saha Exclusive: শুধু নায়িকা হয়ে নয়, অভিনয় দিয়ে মানুষের মন ছুঁতে চাই
দীপাবলির আবহে বলিউডে ফের বড় মুক্তি। ইতিমধ্যেই চলতি বছরে বক্স অফিসে দুবার ঝড় তুলেছেন কিং খান। এবার দর্শকের মতে, সেই ধারা অব্যাহত রাখবেন ভাইজান। ১২ নভেম্বর এই দেশে মুক্তি পাবে 'টাইগার ৩'। তবে দেশের বাইরে একদিন আগেই মুক্তি পাচ্ছে এই অ্যাকশন ঘরানার ছবি (Tiger 3 Overseas Release), অগ্রিম টিকিট বিক্রির উপর ভিত্তি করে প্রদর্শকদের দাবি এমনই এবং ওই বাজারে কোনও প্রাক-দীপাবলি প্রভাব তো নেই। তাই তাঁরা আগেই ছবি রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন