মুম্বই: ১০০ কোটি পেরোল সলমনের 'টাইগার ৩' ! মুক্তির প্রথমদিনেই ৪৪.৫ কোটি আয় করেছে 'টাইগার ৩' (Tiger 3)। ছবিটি দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার প্রায় ২৫ কোটি টাকা আয় করতে পারে বলে দাবি জানিয়েছিল Sacklink-এর রিপোর্ট। যদিও তার প্রায় দ্বিগুনেরও বেশি আয় করে ঝড় তুলল এবার 'টাইগার ৩'।
১০০ কোটি পেরোল সলমনের 'টাইগার ৩'
Sacklink-এর রিপোর্ট অনুসারে, আরও অনুমান করা হয়েছিল, তিনদিনে সলমন-ক্যাটরিনার এই ছবি ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে। যদিও তার অপেক্ষা আর করতে হল না। একেবারে দ্বিতীয় দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ১০২ কোটি ঘরে তুলল 'টাইগার ৩'। পরিসংখ্যান বলছে আয়ের দিক থেকে, শাহরুখের জওয়ানকেও ভাল ফল করছে 'টাইগার ৩' (Tiger 3)।
ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন
Sacklink-এর রিপোর্ট রিপোর্ট অনুসারে, সোমবার টাইগার ৩- সামগ্রিকভাবে হিন্দিতে ৪৮.৬২ শতাংশ তেলেগুতে ২৬.৪৩ শতাংশ এবং তামিলে ২৯.৯১ শতাংশ দখল নিয়েছে।'টাইগার ৩' হল YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। সলমান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও, অ্যাকশন প্যাকড মুভিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন। 'টাইগার ৩' হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
আরও পড়ুন, শিশু দিবসে সন্তানকে দিন সেরা উপহার, যে ছবিগুলি না দেখলেই নয়
আমাদের পক্ষ থেকে আপনার জন্য দীপাবলির উপহার : সলমন
ছবি মুক্তির আগে টাইগার ৩ ছবি নিয়ে ট্যুইট করেছিলেন সলমন খান। তিনি বলেন,' আমরা অনেক আবেগের সঙ্গে টাইগার ৩ ছবিটি তৈরি করেছি।..আপনার জন্য আমাদের পক্ষ থেকে নিখুঁত দীপাবলি উপহার।' প্রসঙ্গত, সলমন এবং ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি বরাবরের জন্য বক্সঅফিসে হিট নিয়ে আসে। আগেও এর নির্দশন পাওয়া গিয়েছে। আর সেই প্রভাবই ফের আরও একবার পড়ল সলমন খানের টাইগার ৩ ছবিতে। তবে তিন দিনে কোথায় গিয়ে দাঁড়ায় টাইগার ৩, তা সময়ই বলবে।