নয়াদিল্লি: রবিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'টাইগার ৩' (Tiger 3)। দীপাবলির মরশুমে (Diwali 2023 Release) মুক্তি পেয়েও বক্স অফিসে দাপিয়ে আয় করছে ছবিটি। সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ইমরান হাশমি (Emraan Hashmi) অভিনীত 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ভালই মন জয় করেছে দর্শকের। দেশে ও বিদেশে কত আয় করল এই ছবি? 


বিশ্বের বাজারে কত আয় করল 'টাইগার ৩'? 


মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' বিশ্ববাজারে ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে সব মিলিয়ে। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস তাদের এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) পোস্ট করে এই খবর দেওয়া হয়। তাতে লেখা হয়, 'টাইগার ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে বড় প্রথম তিন দিনের উইকেন্ড ব্যবসা। সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির জন্য। ২৪০ কোটি (২৮.৯২ মিলিয়ন ডলার) বিশ্বজুড়ে মোট আয়। ভারতে মোট আয় ১৮০.৫ কোটি টাকা। বিদেশের মাটিতে ৫৯.৫০ কোটি টাকা আয়।'


 




মনোরঞ্জক অ্যাকশন ঘরানার এই ছবি প্রথম দুই দিনেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনে এই ছবি ৫৮ কোটি টাকা আয় করে ভারতীয় বক্স অফিসে। যার ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় ১০১ কোটি টাকায়, মাত্র দুই দিনেই। 


'টাইগার ৩' ছবিটি YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। এর আগে তালিকায় রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'। এই তালিকায় পঞ্চম ও 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সংযোজন 'টাইগার ৩'। এই ছবিতে পাঠান শাহরুখ খান ও 'ওয়ার' ছবির কবীর অর্থাৎ হৃত্বিক রোশনের ক্যামিও আছে। 


এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির থেকে তৃতীয় সংস্করণ অনেক বেশ আকর্ষণীয় এবং অন্তহীন ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকা সত্ত্বেও দর্শক ধরে রাখার ক্ষমতা রাখে এই ছবি। এমনকী, এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে সলমন খান বারবার তাঁর অনুরাগীদের টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে মন ভরিয়েছেন। এবারেও যে আশা তৈরি হয়েছিল সেই মাত্রা ছুঁয়েছেন তিনি। দীপাবলির দিন বেশ সকালের শোতেও ফুলহাউজ থাকা, তাঁকে ঘিরে উন্মাদনার উদাহরণ বটে, কিন্তু ফিল্মটির পারফর্ম্যান্স কেমন তা অনুমান করা যায় একই পরিমাণ ভিড় থেকে বেরিয়ে আসা কন্টেন্ট অনুভব করে।


আরও পড়ুন: Nana Patekar: সেলফি তুলতে চেয়ে বিপত্তি! অনুরাগীকে সপাটে 'চড়' নানা পটেকরের, ভাইরাল ভিডিওয় সমালোচনার ঝড়


তবে ভুল করবেন না, এই ছবিতে একাধিক অপ্রয়োজনীয় খামতি, ভয়ঙ্কর অ্যাকশন ও বাস্তবের থেকে বড় করে দেখানো 'সোয়্যাগ' রয়েছে। যদিও, তা সত্ত্বেও এই ছবি হচ্ছে মূলধারার স্পাই থ্রিলারের উপাদানে ভরা প্যাকেজ, নির্দিষ্টভাবে বললে যা দিয়ে YRF স্পাই থ্রিলার তৈরি হয়, এবং সেই কারণে অতিরঞ্জিত একাধিক জিনিস মেনে নিতে হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial