মুম্বই: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে দিশা পাটানির (Disha Patani) সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। দুই তারকার মধ্যে এখনও বন্ধুত্ব থাকলেও প্রেমের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। দিশার সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে এতদিন মুখ না খুললেও এবার নিজের প্রতিক্রিয়া দিলেন টাইগার। জানিয়ে দিলেন তিনি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা।


দিশা ও টাইগারের কি ব্রেকআপ হয়েছে? অভিনেতা যা বললেন-


জানা যায়, ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা পাটানি ও টাইগার শ্রফ। 'বাগি টু'তে তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেন। চলতি বছরের শুরুর দিক থেকে দুজনের সম্পর্কে যে ভাঙন দেখা দিয়েছে, তা কানাঘুষো শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল যে, টাইগার এখন কেরিয়ারে মন দিতে চান বেশি করে। আর দিশার দেওয়ার বিয়ের প্রস্তাবে তিনি এখনই মন দিতে নারাজ। সেই কারণেই সম্পর্ক ভেঙেছে তাঁদের। যদিও দিশা পাটানি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে, এবার নীরবতা ভাঙলেন টাইগার শ্রফ। 


আরও পড়ুন - Krushna Abhishek: 'দ্য কপিল শর্মা শো'তে কি আদৌ আর ফিরবেন? ক্রুষ্ণা যা বললেন...


শীঘ্রই কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর এপিসোডে দেখা যাবে টাইগার শ্রফকে। সেখানে কর্ণ টাইগারকে দিশার সঙ্গে ডেটিং প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করেন। টাইগার তাঁর উত্তরে বলেন, 'আমি সবসময়ের মতোই খুব ভালো বন্ধু। এর থেকে বেশি তুমি কোনও লাইন ব্যবহার করতে পারো না।' এছাড়াও দিশার সঙ্গে কাটানো অনেক ভালো মুহূর্ত নিয়েও কথা বলেন। কিন্তু পরিস্কার করে কিছু না বলায়, কর্ণ ফের তাঁকে প্রশ্ন করেন যে, তিনি কি এখনও সিঙ্গল রয়েছেন? কর্ণের এই প্রশ্নের উত্তরে সরাসরি হ্যাঁ বলে দেন টাইগার।


প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফকে টাইগার - দিশার সম্পর্কে বিচ্ছেদের খবর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। অভিনেতা সরাসরি জানিয়ে দেন যে, তিনি তাঁর ছেলের প্রেমজীবনে নজর রাখেননি। বরং, দিশার সঙ্গে টাইগারের যে এখনও বন্ধুত্ব রয়েছে, তা তিনি স্পষ্ট করে দেন। সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ বলেন, 'ওরা (টাইগার ও দিশা) সবসময়ই একে অপরের বন্ধু ছিল। আজও ওদের মধ্যে বন্ধুত্ব একইরকম রয়েছে। আমি ওদের একসঙ্গে নানা জায়গায় যেতে দেখেছি। তবে, আমি আমার ছেলের প্রেমজীবনে চোখ রাখিনি একেবারেই (হাসতে হাসতে বলেন)। এটাই এই প্রসঙ্গে আমার বলার। ওদের ব্যক্তিগত জীবন ওরাই জানে। তবে, আমি এটা মনে করি যে, ওরা যেমন বন্ধু ছিল, তেমনই আছে। কাজের পাশাপাশি ওরা নিজেদের মধ্যে সময়ও কাটায়। দেখুন, ওরা একসঙ্গে আছে নাকি নেই, সেটা একেবারেই ওদের মধ্যেকার ব্যাপার। ওরা একে অপরের সঙ্গে থাকবে কি না তা একেবারেই ওদের নিজেদের মধ্যের বোঝাপড়া। এটা ওদের প্রেমের কাহিনি। যেমন আমার আমার আমার স্ত্রী আয়েশার একটা আলাদা প্রেমের গল্প রয়েছে। আমাদের সঙ্গে দিশার সম্পর্ক অত্যন্ত বালো। আমি আবারও বলব, ওরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকে। ওরা দেখা করে, কথা বলে, সময় কাটায়।'