টাইগারের জ্যাকসনের প্রতি শ্রদ্ধাঞ্জলির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে টাইগারকে হলিউড তারকার মতো কোট প্যান্ট পরিহিত দেখা গিয়েছে। সেই সঙ্গে জ্যাকসনের সেই পরিচিত কালো টুপি। ভিডিও-র ক্যাপশনে টাইগার লিখেছেন- 'হ্যাপি বার্থ ডে টু দ্য রিজন আই ডু হোয়াট আই ডু'।
এখনও সারা বিশ্বেজুড়েই ছড়িয়ে রয়েছেন জ্যাকসনের অনুরাগীরা। ১৯৫৮ –র ২৯ আগস্ট আমেরিকায় তাঁর জন্ম। ২০০৯-এর ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
কিছু বছর আগে জ্যাকশন মুম্বইতে একটি শো করেছিলেন। ওই অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স ভারতীয় অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল।