মুম্বই: 'টাইগার জিন্দা হ্যায়'-এর সৌজন্যে নয়া রেকর্ড করলেন ভাইজান সলমন খান। তিনিই হলেন একমাত্র নায়ক এই নিয়ে যাঁর তিনটি ছবি ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সম্প্রতি পাঁচটি ছবির তালিকা তৈরি করেছেন, যেগুলো ৩০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়েছে। সেই পাঁচটি ছবির মধ্যে তিনটি সলমনের, দুটি আমির খানের। নীতেশ তিওয়ারি পরিচালিত আমির খানের 'দঙ্গল' তালিকার শীর্ষে রয়েছে। ছবির আয়ের পরিমাণ ৩৮৭.৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাজকুমার হিরানি নির্দেশিত 'পিকে', আয় ৩৪০ কোটি। তিন নম্বরে রয়েছে সলমন খানের 'বজরঙ্গি ভাইজান', আয়ের পরিমাণ ৩২০ কোটি।
'টাইগার জিন্দা হ্যায়' সদ্যই মুক্তি পেয়ে তৃতীয় সপ্তাহে তিনশো কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। জানুয়ারির ৮ তারিখ পর্যন্ত এই ছবির আয় হয়েছে ৩০৯.১৬ কোটি টাকা। 'সুলতান' রয়েছে পঞ্চম স্থানে, আয়ের পরিমাণ ৩০০.৬ কোটি।
তরণ আদর্শের ভবিষ্যদ্বাণী, 'থাগস অফ হিন্দুস্তান' এই বছর দিওয়ালিতে মুক্তি পেলে, ৩০০ কোটির ক্লাবে তিনটি ছবি রয়েছে এমন তারকাদের তালিকায় দ্বিতীয় হয়ে ঢুকে পড়বেন আমির। এই ছবিটিও 'সুলতান' ও 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।
'টাইগার জিন্দা হ্যায়'-এর সৌজন্যে নয়া রেকর্ড সলমনের, কী সেটা দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2018 02:54 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -