টাইগার জিন্দা হ্যায়: এবার কি সলমন লড়াই করবেন একদল নেকড়ের সঙ্গে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2017 12:54 PM (IST)
মুম্বই: আগামী ছবি টাইগার জিন্দা হ্যায়-এ সলমন খানের শত্রু একজন নয়, বরং একদল। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়বে ক্ষুধার্ত, হিংস্র নেকড়েরা। তাও কাছাকাছি কোথাও নয়, সেই অস্ট্রিয়ার জঙ্গলে! টাইগার জিন্দা হ্যায় সলমনের ২০১২-র ছবি এক তা টাইগার-এর সিকোয়েল। পরিচালক আলি আব্বাস জাফর ব্লকবাস্টার ছবি সুলতান পরিচালনা করেন। ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। প্রযোজক আদিত্য চোপড়া চান, ছবিতে এমন কিছু তাকুক, যা অ্যাকশনের আন্তর্জাতিক মাপকাঠি ছুঁয়ে যায়। তাই চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রুরা। ফলে সলমনকে এবার অস্ট্রিয়ার বরফ ঢাকা জঙ্গলে নেকড়েদের মুখোমুখি হতে হবে।