রাঁচি: চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহার দৌলতে রাঁচি টেস্টে চালকের আসনে ভারত। রবিবাসরীয় জেএসসিএ স্টেডিয়ামে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান সম্পূর্ণ করেন পূজারা। তাঁকে যোগ্য সঙ্গ দেন বঙ্গতনয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এদিন তিনিও কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। সপ্তম উইকেটে দুজনে মিলে ১৯৯ রান যোগ করেন। মূলত এই দুজনের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৫১ রান পার করে আরও ১৫২ রানের লিড নিতে সক্ষম হয় কোহলি-ব্রিগেড।
তৃতীয় দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই চতুর্থ দিন সকালে খেলা শুরু করেন পূজারা ও ঋদ্ধিমান। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান আজ শুরু থেকেই দাপটে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার কোনও বোলারই তাঁদের বিপাকে ফেলতে পারছিলেন না। পূজারা ও ঋদ্ধিমানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।
গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৬০। আজ সকাল থেকেই রাঁচির আকাশ ছিল মেঘলা। তবে তাতে পূজারা ও ঋদ্ধিমানের কোনও সমস্যা হয়নি। দুই ব্যাটসম্যান মিলে অসি বোলারদের মনোবল ভাঙতে থাকেন। পূজারা-ঋদ্ধির এই যুগলবন্দি ইডেনে দ্রাবিড়-লক্ষ্মণের ঐতিহাসিক লড়াইকে মনে করিয়ে দিচ্ছিল বার বার।
আর এর মধ্যেই ব্যক্তিগত নজিরও গড়ে ফেলেন পূজারা। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একটি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। ২০০৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ২৭০ রানের ইনিংসে ৪৯৫ বল খেলেছিলেন দ্রাবিড়। এই ইনিংসে ৫২৫ বল খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন পূজারা। তিনি শেষপর্যন্ত ২০২ রান করে আউট হন। ঋদ্ধিমান আউট হন ১১৭ রান করে।
শেষে ৯ উইকেটের বিনিময়ে ৬০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট খুইয়ে ২৩ রান তুলেছে স্টিভ স্মিথ বাহিনী। ভারতের স্কোর থেকে এখনও ১২৯ রানে পিছিয়ে ব্যাগি গ্রিন ব্রিগেড। আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার ও নাইট-ওয়াচম্যান নাথান লায়ন।
আগামীকাল ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। পিচে ইতিমধ্যেই ঘূর্ণি ধরতে শুরু করে দিয়েছে। এদিন অস্ট্রেলিয়ার দুটি উইকেটই দখল করেন জাডেজা। যিনি প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন। এরসঙ্গে রয়েছে রবিচন্দ্রণ অশ্বিন.. ফলে স্পিন-আক্রমণ দিয়ে গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল করতেই যে লক্ষ্য থাকবে বিরাট-বাহিনীর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।