কলকাতা: পুরুলিয়ায় মাত্র ৯ দিনে শ্যুটিং শেষ। 'টিকটিকি'-র হাত ধরে প্রথমবার পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য আর কৌশিক গঙ্গোপাধ্য়ায়। আর তাঁদের এই নতুন ছবির পরিচালনার দায়ভার সামলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। আজ মুক্তি পেল নতুন সেই ওয়েব সিরিজের ট্রেলার। ৬ এপিসোডের টান টান এই থ্রিলার মুক্তি পাবে আগামী ১৮ মার্চ। 


ছবিতে সোমেন্দ্র কৃষ্ণ দেব (Soumendra Krishna Deb)-এর ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly)। ওয়েব সিরিজ সম্পর্কে তিনি বললেন, 'ওয়েবে এটা আমার প্রথম কাজ। ভীষণ ভীষণ উৎসাহী আমি এই কাজটা নিয়ে। আজই মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। ওয়েব দুনিয়ায় 'টিকটিকি'-র হাত ধরে পা রাখা আমার কাছে একটা দারুণ ব্যাপার। ধ্রুবর কাছে আমি কৃতজ্ঞ আমায় একটা এমন চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি চরিত্রটা সঠিকভাবে পর্দায় ফুটিতে তুলতে পেরেছি। অনির্বাণকেও ধন্যবাদ। ও ভীষণ ভালো একজন সহ অভিনেতা। গোটা 'টিকটিকি'-র টামকেই আমি ধন্যবাদ জানাতে চাই।'


আরও পড়ুন: পার্নোর নতুন ছবি 'বনবিবি'-তে গান গাইছেন বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী


পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) বলছেন, 'আমার প্রথম ওয়েব সিরিজ 'টিকটিকি'-র ট্রেলার মুক্তি আমার কাছে স্বপ্নের মত মনে হচ্ছে। কেরিয়ারের প্রথমদিকে আমি 'স্বপ্নসন্ধানী' নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে যখন 'টিকটিকি' নাটকটি মঞ্চস্থ হত, আমি মঞ্চসজ্জার দায়িত্বে থাকতাম। তখনই স্বপ্ন দেখাতাম, পর্দায় এই চিত্রনাট্যকে আনার। অন্যান্য সব কাজের মধ্যে এই কাজটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি মানুষ এই সিরিজটা দেখতে দেখতে এই সিরিজের পিছনে থাকা ভালোবাসা, প্যাশনটাকেও বুঝতে পারবেন।'


সিরিজ নিয়ে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) বলছেন, 'মিলান বসাকের (Milan Basak) মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ভীষণ আনন্দের। আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ এই সিরিজে আমার অন্যতম বড় প্রাপ্তি। 'টিকটিকি' আমার কাছে এমন একটা কাজ, যেটার মাধ্যমে আমি মানুষের মনে দাগ কাটতে পারব বলে আশা করি। মানুষের 'টিকটিকি' কেমন লাগে সেই অপেক্ষায় রয়েছি।'


">