কিভ: রাশিয়া মারিউপোলের একটি মসজিদে বোমা হামলার কথা জানাল ইউক্রেন। সেখানে অনেক নাগরিক প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন বলে জানান হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে দাবি করেছে যে রুশ বাহিনী বন্দর নগরী মারিউপোলের একটি মসজিদে বোমা হামলা করেছে যেখানে ৮০ জন বেসামরিক লোক আশ্রয় নিচ্ছিল। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের মতে মারিউপোলে ১৩০০ এর বেশি লোক মারা গেছে। 


ইউক্রেনের রাজধানী কিভে রাতভর গোলাবর্ষণ রুশ সেনার। মাইকোলেভ ও নিপ্রো শহরেও গোলাবর্ষণ চলছে। রুশ সেনার হামলায় ভাসিলকিভে একটি তেলের ডিপোয় আগুন লেগে যায়। এর পাশাপাশি, মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণের অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। লুহানস্কের ৭০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানেও লাগাতার গোলাবর্ষণ চলছে। 


এর পাশাপাশি, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের একাধিক জায়গায় ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা। যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার অপরাধ বলে জানিয়েছে তারা। 


ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। রাষ্ট্রপুঞ্জের দাবি, দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৪০ লক্ষ ইউক্রেনীয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, পোল্যান্ডের ওয়ারশ ও ক্রাকাও শহরে উদ্বাস্তুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস।                    


এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ব দরবারে কোণঠাসা রাশিয়া। ওয়াল্ট ডিজনির পর এবার রাশিয়ায় ব্যবসা বন্ধ করল সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট। রাশিয়ায় ব্যবসা গুটোনোর কথা জানিয়েছে ডয়েশ ব্যাঙ্কও।                                                                     


লাগাতার রুশ হামলার মাঝেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু হয়েছে। চলতি সপ্তাহে রুশ সেনার পরপর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ ব্যবস্থা।