কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কৌতুকাভিনেতা টিকু তালসানিয়া (Tiku Talsania)। জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেই কারণেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। তবে সদ্য পরিবারের তরফে নাকচ করে দেওয়া হয়েছে এই তথ্য। সদ্য তাঁর স্ত্রী তৃপ্তি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হননি টিকু তালসানিয়া, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। সেই কারণেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, অভিনেতা একটি ফিল্ম স্ক্রিনিং-এ গিয়েছিলেন। সেখানে স্ক্রিনিং চলাকালীন সন্ধে আটটা নাগাদ হঠাৎ অসুস্থবোধ করেন অভিনেতা। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানো হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। সেখানেই আপাতত শিল্পীর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা সংকটজনক বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তবে হাসপাতালের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তিনি চিকিৎসায় আদৌ সাড়া দিচ্ছেন কি না এখনও তা জানা যায়নি। শিল্পীর শারিরীক অবস্থা নিয়ে তাঁর অনুরাগীরা বেশ চিন্তান্বিতই রয়েছেন।

ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’(Yeh Jo Hai Zindagi) তাঁর প্রথম ধারাবাহিক। সালটা ছিল ১৯৮৪। ২ বছর পরে, ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘আসলি নকলি’ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা ২’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘জ়িন্দগি আভি বাকি হ্যায় মেরে ঘোস্ট’ ও ‘সজন রে ফির ঝুট মত বোলো’ র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। 

সুস্থই ছিলেন অভিনেতা। কিছুদিন আগেই টিকু তালসানিয়া রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও' ছবিতে অভিনয় করেছিলেন টিকু তালসানিয়া। এই ছবিতেই শেষবার দেখা গিয়েছিল তাঁকে। যথেষ্ট জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে অভিনেতা টিকু তালসানিয়ার সংসার। টিকু তালসানিয়ার স্ত্রীয়ের নাম দীপ্তি। তাঁর ছেলে রোহন তালসানিয়া একজন সুরকার, মেয়ে শিখা তালসানিয়া এই প্রজন্মের অভিনেত্রী। ‘বীরে দি ওয়েডিং’, ‘আই হেট লভ স্টোরিজ়’ ছবিতেও অভিনয় করেছেন শিখা। তিনিও বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।

আরও পড়ুন: Game Changer: প্রথম দিনে ভাল আয় হলেও দ্বিতীয় দিনে ধাক্কা খেল রামচরণ-কিয়ারার 'গেমচেঞ্জার'