Nusrat Jahan Photos: মাতৃত্বের প্রহর গুনছেন, 'ভালো দিনের অপেক্ষায়' নুসরত

মাতৃত্বের প্রহর গুনছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর চোখে মুখে ফুটে উঠছে লালিত্য। সপ্তাহান্তে হামেশাই শহরের বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন সেই ছবিও। 

Continues below advertisement

কলকাতা: মাতৃত্বের প্রহর গুনছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর চোখে মুখে ফুটে উঠছে লালিত্য। সপ্তাহান্তে হামেশাই শহরের বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন সেই ছবিও। 

Continues below advertisement

টলিউডের চর্চার কেন্দ্রবিন্দু এখন তিনিই। সুন্দরী এই নায়িকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে নেটিজেনদের। আর তিনি? জনসমক্ষে না থেকেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। নুসরত জাহান। টলিউডের প্রথম সারির এই নায়িকা এখন অন্তঃসত্ত্বা, আর তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুঙ্গে তরজা।

প্রকাশ্যে মুখ না খুললেন সোশ্যাল মিডিয়ায় হামেশাই ইঙ্গিতপূর্ণ সেস্টাস দেন নুসরত জাহান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টেটাস দিয়ে নুসরত লিখছেন, 'যদি নিজের আসল সত্ত্বাকে খুঁজে পেতে চাও, তাহলে মেনে নিতে হবে লোকের চোখে তোমার ভাবমূর্তির মৃত্যু হবে। ঠিক তেমন, যেমন একটা প্রজাপতি শুঁয়াপোকা থাকতে পারে না।'  আমেরিকার কবি জনাথন মান্সি স্টর্মের একটি কবিতার পঙক্তি ধার করে স্টেটাসে দিয়েছেন নুসরত।

সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি। ইতিমধ্যেই সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। সেই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এই ছবি থেকেই স্পষ্ট হয়, সত্যিই অন্তঃসত্ত্বা নুসরত। এরপর অবশ্য একাধিকবার নিজেই বেবি বাম্পের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করার পর নুসরত সাধারণত চুপই থেকেছেন। তবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্টেটাস দিয়েছেন তিনি।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola