অল্পদিন আগে যশ-নুসরত এক সঙ্গে রাজস্থান ঘুরে এসেছেন বলেও খবর। যশ দাশগুপ্ত অবশ্য দাবি করেছেন, এটি পুরনো ভিডিও, তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে লোকে বেশি বেশি ভাবনাচিন্তা করছে। তাঁর কথায়, ডিসেম্বরে তাঁরা এক সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলেন, কেন লোকে পুরনো ছবি-ভিডিও খুঁজে খুঁজে বার করে গল্প বানাচ্ছে তিনি জানেন না। তখন থেকেই এই সব ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছিল, তাঁদের ফ্যান ক্লাবগুলো তা শেয়ারও করে। লোকে এখন তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়া করছে, সব কিছু বাড়িয়ে দেখানো হচ্ছে। এতে তাঁর আর নতুন করে কিছু যোগ করার নেই। স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরে খবরের সিরোনামে রয়েছেন নুসরত। তিনি অবশ্য বলেছেন, এ সবই তাঁর ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে তিনি পাঁচকান করা পছন্দ করেন না। সব সময় লোকে তাঁকে কাঠগড়ায় তোলে কিন্তু এবার আর তিনি কোনও মন্তব্য করবেন না। তাঁকে বিচার করতে হলে তাঁর অভিনয় দেখেই করতে হবে। Nusrat Jahan Update: যশের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2021 11:03 AM (IST)
অল্পদিন আগে যশ-নুসরত এক সঙ্গে রাজস্থান ঘুরে এসেছেন বলেও খবর।
কলকাতা: শোনা যাচ্ছে, তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনের মধ্যে মন কষাকষি চলছে। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, নুসরত জাহান তাঁর সহশিল্পী যশ দাশগুপ্তের সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছেন। সেখানে নুসরতকে দেখা যাচ্ছে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে কথা বলতে। যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই নুসরতের সঙ্গে নিখিলের সম্পর্ক ভাল যাচ্ছে না বলে জল্পনা চলছে। যশ অবশ্য এ কথা অস্বীকার করেছেন, দাবি করেছেন, এই ভিডিওটি গত মাসের। ভিডিওয় দেখা যাচ্ছে, যশ আর নুসরত দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছেন, নুসরত গোলাপি সবুজ সিল্কের শাড়ি পরে, হাতে শাঁখা পলা, কপালে সিঁদুর, পাশে যশ। সঙ্গে রয়েছেন মদন মিত্র, তাঁদের সঙ্গে কথা বলছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ফ্যান ক্লাব শেয়ার করেছে এই ভিডিওটি।