কলকাতা: টলিউডে নতুন সিনেমা আর তাতে নতুন জুটি। পরিচালক সুদীপ্ত লাহার (Sudipta Laha)-র নতুন ছবিতে একসঙ্গে থাকছেন, অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। ছবির নাম, 'গ্রীস আমাদের দেশ না অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট'। পরিচালক নতুন ছবি কিছুটা আঙ্গিকে শ্যুট করতে চেয়েছেন। গোটা ছবির প্রত্যেকটি শটই নেওয়া হয়েছে ওয়ান টেকে।


এই সিনেমাটা জুড়ে রয়েছে একটা ছবি তৈরির গল্প। একে 'ফিল্ম উইথ ইন ফিল্ম' ও বলা চলে। ছবিতে অনিন্দ্যর চরিত্র একজন চিত্রপরিচালকের। তাঁর ছবি তৈরি নিয়ে সে হতাশাগ্রস্ত, মানুষ হিসেবে অসংবেদনশীল। তাঁর দিদির বাড়িতে গিয়ে তাঁর আলাপ হয় একজন চিত্রশিল্পীর সঙ্গে। এই দিদির ভূমিকাতেই অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে। এই শিল্পীর কথাবার্তা, শিল্প নিয়ে তাঁর ভাবনা ছুঁয়ে যায় অনিন্দ্যর চরিত্র। তবে সেই চিত্রশিল্পীর এখনও পর্যন্ত কোনও ছবি প্রদর্শিত বা বিক্রি হয়নি। তখন সেই পরিচালক তাঁর ছবির নায়ক ও প্রযোজকের সাহায্যে সেই চিত্রশিল্পীর জন্য একটি প্রদর্শনীর আয়োজন করতে উদ্যত হয়। এইখানে নায়কের ভূমিকায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। ছবিতে অন্যান্য় গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন, পার্থসারথী, রাজেশ্বরী পাল ও কৌশিক বন্দ্যোপাধ্যায়। 


ছবির পরিচালক বলছেন, 'আমার মনে হয় শুধুমাত্র গল্প মানুষকে আকর্ষণ করে না। মানুষকে আকর্ষণ করে ছবির কোনও চরিত্র্রের মানসিক দোটানা,পরিস্থিতি ও সমাজের প্রতি বা পারস্পরিক পরিস্থিতির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি। সিনেমাটা কতটা ভাল সেটার থেকেও আনার কাছে গুরুত্বপূর্ণ হল সম্পূর্ণ অন্য কারও বা কোনোকিছুর প্রভাব ছাড়া একটা সিনেমা বানানো। একটা গল্প বলা। গোটা সিনেমায় কোনও আবহ সঙ্গীতের ব্যবহার নেই। বেশিরভাগ শটের মাঝে কোনও কাট নেই ও ক্লোজ আপ শটের ব্যবহার নেই বললেই চলে। কিছুটা পরীক্ষামূলক ভাবেই আমি এই ছবিটা তৈরি করতে চেয়েছিলাম। 


ছবিটির প্রযোজনা করছে, শ্রীমা ক্রিয়েশন। প্রযোজকের দায়িত্বে অভিজিৎ নন্দী। ছবির ডিওপি উত্তম দে, এডিটর, অনিবার্ণ মাইতি। শব্দগ্রহণ্র দায়িত্বে রয়েছেন শিলাজিৎ চক্রবর্তী। 




আরও পড়ুন:Dibyendu Bhattacharya: ফুটবল মাঠে সাফল্য পেয়েছে মেয়ে, গর্বিত বলিউডে দাপিয়ে বেড়ানো বাঙালি অভিনেতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।