কলকাতা: যে সমস্ত বাঙালি অভিনেতা বলিউডেও দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, তিনি তাঁদের অন্যতম। দেব ডি হোক বা মিশন রানিগঞ্জ, কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সাড়া ফেলে দেওয়া জামতারা, দ্য রেলওয়ে ম্যান - পর্দায় তাঁর অভিনয় সর্বস্তরে প্রশংসিত হয়েছে। সেই দিব্যেন্দু ভট্টাচার্যর (Dibyendu Bhattacharya) মেয়ে ছাপ ফেলছেন খেলার মাঠে। কন্যা নোরাকে নিয়ে গর্বিত দিব্যেন্দু। ফুটবলার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছেন তিনি।


বলিউডের আর এক সুপারস্টার আর মাধবনের পুত্র বেদান্ত সাঁতারু। স্যুইমিং পুলে ধারাবাহিকভাবে বেশ নজরকাড়া পারফর্ম করছেন। আন্তর্জাতিক পর্যায়ে পদকও জিতেছেন। দিব্যেন্দুর কন্যা নোরাও খেলার মাঠে নিজের পরিচিতি তৈরি করছেন।


ভারতীয় অভিনয় জগতের অন্যতম বৈচিত্রসম্পন্ন চরিত্রাভিনেতা বাংলার দিব্যেন্দু। বিভিন্ন চরিত্রে তাঁর সাবলীল, বলিষ্ঠ অভিনয় দর্শকমনে ছাপ ফেলেছে। সিনেমাপ্রেমী মানুষ হোক বা সমালোচক, দিব্যেন্দুকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন সকলেই। মূল ধারার বাণিজ্যিক ছবি হোক বা ওয়েব সিরিজ় - দিব্যেন্দু সব চরিত্রেই প্রশংসিত হয়েছেন। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খুশির খবর ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দিব্যেন্দু। জানিয়েছেন, তাঁর কন্যা নোরা ফুটবল মাঠে কৃতিত্বের অংশীদার হয়েছেন। অভিনেতার কন্যা জাতীয় স্তরের ফুটবলার। সম্প্রতি সিআইএসসিই প্রি সুব্রত কাপে (CISCE Nationals Pre Subroto Cup) নোরার দল রুপো জিতেছে। মেয়ের পদক ও ট্রফি হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন দিব্যেন্দু। জানিয়েছেন, কতটা খুশি ও গর্বিত তিনি। দিব্যেন্দু লিখেছেন, 'আমার কাছে খুব গর্বের মুহূর্ত কারণ আমার মেয়ের দল বেঙ্গালুরুতে সিআইএসসিই প্রি সুব্রত কাপ টুর্নামেন্টে রুপো জিতেছে।'


মেয়েকে গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন দিব্যেন্দু। লিখেছেন, 'নোরা তোকে ধন্যবাদ। আমার ভিতরের ফুটবলারকে বাঁচিয়ে রাখার জন্য। তুই আমার উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছিস। তোর জন্য ভালবাসা রইল। এভাবেই এগিয়ে চল আমার মেয়ে।'


দিব্যেন্দু জানিয়েছেন, তাঁর কন্যার বয়স ১৪ বছর। জাতীয় সুব্রত কাপে অনূর্ধ্ব ১৭ দলে খেলছেন। ৭ ম্যাচে করেছেন ৭ গোল। দিব্যেন্দু বলেছেন, 'আমার অপূর্ণ স্বপ্নগুলি নোরা পূর্ণ করবে, সেই প্রার্থনাই করি। কলকাতায় আশি ও নব্বইয়ের দশকে আমি যখন কলকাতা ময়দানে মিডফিল্ডার হিসাবে ফুটবল খেলতাম, সেই দিনগুলির কথা মনে পড়ছে। চোট আঘাতের জন্য ফুটবল খেলা ছাড়তে হয়েছিল।'


আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।