Mukesh Ambani: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান মুকেশ আম্বানি এখন ভারতের সবথেকে ধনী ব্যক্তি। তারপরেই রয়েছে গৌতম আদানির নাম। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকাতেও উপরের দিকেই রয়েছে মুকেশ আম্বানির নাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ব্যবসা শুরু হয়েছিল তাঁর বাবা ধীরুভাই আম্বানির হাত ধরে। তারপর একে একে রিফাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেইল এবং মিডিয়া সেক্টরে নিজেদের ব্যবসা বাড়িয়েছে এই সংস্থা। কিন্তু আশ্চর্যজনকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Mukesh Ambani) বেশিরভাগ শেয়ার মুকেশ আম্বানির কাছে নেই। এই সংস্থার আসল মালিক হলেন তাঁর মা কোকিলাবেন আম্বানি। রিলায়েন্সের সবথেকে বেশি স্টেক আছে তাঁর মায়ের কাছে।


মুকেশ আম্বানির মোট সম্পদ ১২৩.৭ বিলিয়ন ডলার


ফোর্বস রিপোর্ট অনুসারে, মুকেশ আম্বানির বর্তমান মোট সম্পদের পরিমাণ ১২৩.৭ বিলিয়ন ডলার। রিলায়েন্সের মালিক আম্বানি পরিবারের কাছে এই সংস্থার মোট ৫০.৩৯ শতাংশ স্টেক আছে। বাকি ৪৯.৬১ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন শেয়ারহোল্ডারদের কাছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারী আছেন, আছে কর্পোরেট সংস্থা ইত্যাদি। দেশের সবথেকে বড় জীবনবিমা সংস্থা এলআইসির ৬.৪৯ শতাংশ স্টেক আছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সংস্থায়।


কোকিলাবেন আম্বানির কাছে আছে সবথেকে বেশি শেয়ার


মুকেশ আম্বানির মা কোকিলাবেন আম্বানির কাছে ১,৫৭,৪১,৩২২ টি শেয়ার আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। অর্থাৎ এই সংস্থার মোট ০.২৪ শতাংশ শেয়ার আছে কোকিলাবেন আম্বানির। কোকিলাবেন আম্বানির কাছে মোট ১৮ হাজার কোটি টাকার শেয়ার আছে। মুকেশ আম্বানির তিন সন্তান আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং অনন্ত আম্বানি এই সংস্থার ৮০,৫২,০২১ শেয়ার আছে। সংস্থার মোট ০.১২ শতাংশ স্টেক আছে এই তিন সন্তানের কাছে।


বিবাহ সম্পন্ন হল অনন্ত রাধিকার


১২ জুলাই শুক্রবার বিবাহ সম্পন্ন হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। মুম্বইতে জিও ওয়ার্ল্ড ড্রাইভে এই বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের জন্য প্রচুর অর্থ খরচ করেছেন মুকেশ আম্বানি। দেশের বড় বড় অভিনেতা-অভিনেত্রী, বিখ্যাত মানুষদের এই বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন মুকেশ আম্বানি। এর আগে বিয়ের জন্য বহু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Airtel Recharge Plan: ১০০ টাকার কমেই পাবেন এয়ারটেলের এই প্ল্যান, জানেন কী সুবিধে ?