কলকাতা: পারিবারিক সম্পর্ক নজর কেড়েছে সবসময়েই। তাঁরা টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ব্যক্তিগত জীবন আর কর্মজগৎ, সবটাই তাঁরা সামলেছেন একসঙ্গে। আর এখন, তাঁদের জীবনে শুরু হয়েছে আরও এক নতুন অধ্যায়। বাবা-মা হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। বাবা হওয়ার পরে, গৌরবের এই প্রথম জন্মদিন। তাঁর জন্য পরিবারের তরফ থেকে এল কী কী বিশেষ বার্তা? 


আজ সোশ্যাল মিডিয়ায় পুত্র ধীর ও গৌরবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন 'বার্থডে বয়'-এর স্ত্রী ঋদ্ধিমা। প্রায় প্রত্যেক ছবিতেই রয়েছে ধীর, তবে প্রকাশ্যে আনা হয়নি তার মুখ। সোশ্যাল মিডিয়ায় গৌরবের উদ্দেশে ঋদ্ধিমা লেখেন, 'আমার প্রিয় বন্ধু, একজন ভাল বাবা আর একজন ভীষণ ভালো মানুষের আজ জন্মদিন। তোমার ভালবাসা আমাদের সবার জীবন ভরিয়ে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে যেন তুমিই আমাদের হাসিখুশি থাকার কারণ। আগামী বছরগুলিও এমন ভালবেসে, হেসে খেলে কেটে যাক। নিজেকে উদযাপন করো সবসময়। আমরা সবাই তোমায় ভালবাসি।'


শুধু ঋদ্ধিমা নন, দাদা গৌরবকে শুভেচ্ছা জানিয়েছেন ভাই অর্জুন চক্রবর্তী (Arun Chakraborty)-ও। তিনি গৌরবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, শুভ জন্মদিন দাদা। আমার সমস্ত বদমায়েশির সঙ্গী। তুমি আমায় ক্রিকেট বোঝাও আর আমি তোমায় ফুটবল। এগুলোই তো জীবন।' ভাইয়ের পোস্টের উত্তরে গৌরব অর্জুনকে ধন্যবাদ ও ভালবাসা জানিয়েছেন। আর এদিকে ঋদ্ধিমার পোস্টের উত্তরে ফের যেন আরও একবার নতুন করে প্রেমের প্রস্তাব দিলেন গৌরব। ঋদ্ধিমার পোস্টে গৌরব লিখেছেন, 'তোমায় ভালবাসি'। 


পায়ে পায়ে বড় হচ্ছে ধীর। এই মাসেই ধীরের অন্নপ্রাশন হওয়ার কথা। সদ্য 'সোনার কেল্লায় যকের ধন' ছবির শ্যুটিং তিনি শেষ করেছেন সদ্যই। এরপরে হাতে রয়েছে একাধিক কাজ। তবে সুযোগ পেলেই গৌরব পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন।


 






আরও পড়ুন: Koel Mallick Shooting: জয়সলমীরের গল্প শেষ, 'যকের ধন' কি খুঁজে পেলেন কোয়েল, পরমব্রত, গৌরবেরা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।