কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
পাগড়ি, দাড়িতে অচেনা দেব..
কাজের দিনের দুপুরের খাওয়ার সময়। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন দেব (Dev)। কিন্তু ভিডিওতে এ কোন চরিত্র! মোটা ভ্রু, মুখ ঢাকা লম্বা চাপ দাড়িতে! নতুন ছবি 'বাঘাযতীন' (Baghajatin) -এর লুকে এর আগেও চমক লাগিয়েছেন অভিনেতা, তবে তা ছবিতে। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম, মেক আপ নিয়ে ভিডিও পোস্ট করলেন দেব। এই ভিডিও ছবির শ্যুটিং শেষ হওয়ার দিনের। সঙ্গে জানালেন বিশেষ বার্তা।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে তিনি বলছেন, 'আজ আমাদের বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।'
আরও পড়ুন...
বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও হুমা কুরেশিকে তলব ইডির, সলমনের বাড়ির বাইরে অরিজিৎ! বিনোদনের সারাদিন
বিমানবন্দরে বিপত্তি, বরেলিতে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা নীনাকে
বিমানবন্দরে গিয়ে বিপত্তির সম্মুখীন অভিনেত্রী নীনা গুপ্ত (Neena Gupta)। তাঁকে ভিআইপি লাইঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিজেই শেয়ার করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। বরেলি বিমানবন্দরে নীনাকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন নীনা। সেখানে তিনি বলেছেন, 'আমি এই লাউঞ্জে আগেও একবার বসেছি। কিন্তু এখন আমায় ঢুকতে বাধা দেওয়া হল। আমার মনে হয়েছিল, এই ধরনের লাউঞ্জ ভিআইপিদের ব্যবহারের জন্য আর আমিও তেমনই। তবে আজ বাধা পেলাম। মনে হয়, ভিআইপি হয়ে ওঠার জন্য আমায় আরও পরিশ্রম করতে হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন