কলকাতা: বেটিং অ্যাপ তদন্তে এবার তলব করা হল একাধিক পরিচিত বলিউড মুখকে। কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma) এবং অভিনেত্রী হুমা কুরেশিকে (Huma Qureshi)  তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তলব করা হয়েছে অভিনেত্রী হিনা খানকেও (Hina Khan)। এর আগে মহাদেব অ্যাপ মামলাতেই অভিনেতা রণবীর কপূরকে তলব করেছিল ইডি। ৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে অনলাইন বেটিং কেসে (Online Betting App) জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় ইতিমধ্যেই তদন্তের আতসকাচে রয়েছেন একাধিক বলিউড অভিনেতা ও গায়ক। 


অন্য়দিকে, বুধবার অর্থাৎ গতকাল সলমন খানের অ্যাপার্টমেন্ট গ্য়ালাক্সির বাইরে দেখা গেছে অরিজিৎ সিংহ। একটি ভিডিও প্রকাশ হওয়ার পরই জোরদার হয়েছে জল্পনা। আর এই খবরেই আপতত সরগরম বলিউড। সলমন খানের বাড়ি থেকে অরিজিত সিংহর বেরিয়ে যাওয়ার ভিডিও  ট্যুইটারের একজন ভিডিও পোস্ট করেছেন। সেখানেই ভিডিওর ক্য়াপশানে তিনি লিখেছেন 'অরিজিৎ সিংহ, সলমন খান ভাই কা ঘর সে বাহার আরহা কেয়া বাত'। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই সেখানে একের পর এক মন্তব্য় আসতে থাকে। শোনা যায় বিবাদের জেরে সলমনের একাধিক ছবি থেকে নাকি বাদ পড়েছিল অরিজিত সিংহর গানও।


আরপুজোর কটা দিন পাহাড়-জঙ্গল-সমুদ্রে হারিয়ে যেতে ভালবাসেন 'একেন বাবু', এবছর কী পরিকল্পনা তাঁর?ও পড়ুন...


এর পাশাপাশি, দুর্ঘটনার সম্মুখীন হলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'স্বদেশ' (Swadesh) ছবির অভিনেত্রী গায়ত্রী জোশী (Gayatri Joshi)। সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী বিকাশ। তবে অক্ষত রয়েছেন তাঁরা। এবার এই ঘটনায় শাস্তির সম্মুখীন হয়েছেন তাঁরা? ঠিক কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা? অভিনেত্রী জানিয়েছেন, ইতালিতে ভ্রমণের সময় একাধিক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন তারা। ল্যাম্বরগিনি এবং ফেরারি-সহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে ক্যাম্পার ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। একটি বিলাসবহুল গাড়ির রেসের (সার্ডিনিয়া সুপারকাল ট্যুর) (Sardinia Supercar Tour) সময় এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ওভারটেক করার সময় ওই ফেরারিটিতে আগুন লেগে যায়। ওই গাড়িতেই ছিলেন এক বয়স্ক দম্পতি। মেলিসা ক্রাউটলি ( বয়স - ৬৩) এবং মার্কাস ক্রাউতলি (বয়স - ৬৭) নামে ওই দম্পতি মারা যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও।


 চোখ রাখি অন্য় খবরে। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) আর ফ্লিপকার্টের (Flipkart)-এর বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছে 'দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস' (The Confederation of All India Traders)। এখনও পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে কোনও উত্তর আসেনি। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা দিতে হবে। অভিযোগটি হয়েছে একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর। সাধারণত এই বিজ্ঞাপনগুলি গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনও বড় তারকার মুখকে ব্যবহার করেন মোটা টাকার বিনিময়ে। তবে এই টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial