যেমন মিষ্টি দেখতে, তেমন তার গলা। খাটে শুয়ে শুয়ে অনায়াসে গানটি গাইল ছোট বাচ্চাটি। এমন গান শুনে অনেকেই শিশুটিকে প্রোডিজি বলছেন। ভাইরাল ভিডিও: ২ বছরের বাচ্চার গলায় লতা মঙ্গেশকরের 'লগ যা গলে', শুনলে মুগ্ধ হলে যাবেন!
Web Desk, ABP Ananda | 03 Dec 2019 03:47 PM (IST)
মুখে ভাল করে কথা ফোটারও বয়স হয়নি, কিন্তু লতা মঙ্গেশকরের ‘লগ যা গলে’, গাইটি সে এত মিষ্টি সুরে গাইল, তাক লেগে যাবে যে কারো। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভইরাল!
মুম্বই:তিনি ভারতরত্ন। তিনি সুরসাধিকা। তাঁর গান গাইতে গলা কেঁপে যায় তাবড় শিল্পীদেরই। কিন্তু লতা মঙ্গেশকরের গান গাওয়া যে কারওরই স্বপ্ন। আজ ইস্তক সেই চেষ্টা প্রায় সব বড় শিল্পীই করেছেন। কিন্তু সেই তালিকায় যুক্ত হল একটি ২ বছরের মেয়ের নাম। মুখে ভাল করে কথা ফোটারও বয়স হয়নি, কিন্তু লতা মঙ্গেশকরের ‘লগ যা গলে’, গাইটি সে এত মিষ্টি সুরে গাইল, তাক লেগে যাবে যে কারো। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভইরাল!