কলকাতা : ট্রেনের ধাক্কায় দাদু ও নাতনির মৃত্যু। রেল অবরোধ। যাত্রী হয়রানি। অবরোধের প্রতিবার করায় তাদের উপরই চড়াও অবরোধকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে।
সকাল ১০ টা নাগাদ দাদুর সঙ্গে স্কুলে যাচ্ছিল ৭ বছরের মেয়েটি। কিন্তু স্কুল পৌঁছানো হল না। দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে আপ বর্ধমান লোকালের ধাক্কায় মৃত্যু হল দুজনেরই। তারপর থেকে উত্তাল পরিস্থিতি দমদম-বেলঘরিয়া অঞ্চলে। ঘটনার প্রতিবাদে রেল অবরোধ করেন বরানগর শ্রী পল্লির বাসিন্দারা।
তার জেরে শিয়ালদা মেন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। তারা অবরোধের প্রতিবাদ করায় তাদের উপরই চড়াও হওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। অভিযোগ, ট্রেনে উঠে যাত্রীদের মারধর করা হয়।
এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। টালা ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় এমনিতে নিত্যযাত্রীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এরপর রেললাইনে অবরোধের জেরে বেড়েছে সমস্যা।
দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে দুর্ঘটনার প্রতিবাদে রেল অবরোধ, আপত্তি করায় যাত্রীদের উপর হামলার অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2019 01:17 PM (IST)
সকাল ১০ টা নাগাদ দাদুর সঙ্গে স্কুলে যাচ্ছিল ৭ বছরের মেয়েটি। কিন্তু স্কুল পৌঁছানো হল না। দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে আপ বর্ধমান লোকালের ধাক্কায় মৃত্যু হল দুজনেরই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -