মুম্বই: অনেক শিশুই তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার মুখে পড়ে। এর মধ্যে একটা হল, যৌন নিগ্রহ। এ ধরনের সমস্যা মোকাবিলার কথা বলতে গিয়ে বলিউড তারকা অক্ষয় কুমার বাবা-মায়েদের সঙ্গে শিশুদের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, বাবা-মাকে স্বচ্ছন্দে সব কথা বলার সুযোগ পেলে যৌন নিগ্রহকারীদের চিহ্নিত করার কাজটা অনেক সহজ হয়ে যায়।

মুম্বইয়ে মানব পাচার সংক্রান্ত একটি আন্তর্জাতিক  সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ‘টয়লেট: এক প্রেম কথা’-র তারকা নিজের জীবনের একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যখন ছোট ছিলাম, তখন এক লিফ্টম্যান আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিল। আমি বাবা-মার কাছে সব কথা বলতে পারতাম। কাজেই ওই ঘটনার কথাও বলে দিই।

অক্ষয় বলেছেন, পরে ওই লিফ্টম্যান অন্য একটি ঘটনায় ধরা পড়ে। তখন জানা যায়, সে প্রায়শই এ ধরনের কাজ করে।

অক্ষয় বলেছেন, কাজেই বাবা-মার সঙ্গে সন্তানের খোলাখুলি কথা বলার সুযোগ থাকলে এ ধরনের অপরাধীদের সঙ্গে সঙ্গেই চিহ্নিত করা যায়।