মুক্তি পেল অক্ষয়কুমার-ভূমি পেডনেকরের টয়লেট- এক প্রেম কথার ট্রেলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2017 12:59 PM (IST)
মুম্বই: প্রকাশ্যে এল টয়লেট- এক প্রেম কথার ট্রেলার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফাঁকে ছবি নির্মাতারা ট্রেলারটি প্রকাশ্যে এনেছেন। শুরুতে দেখা যাচ্ছে, কেশব ওরফে অক্ষয়কুমার বাবার কাছে বিয়ের জন্য আবদার করছেন। ছোটখাটো ঝামেলা পেরিয়ে তাঁর বিয়েটা হয়েও যায় ভূমি পেডনেকরের সঙ্গে। তারপরেই বাধে ঝামেলা। অক্ষয়ের বাড়িতে টয়লেট নেই। ক্ষিপ্ত ভূমি চলে যান স্বামীকে ছেড়ে। এরপরেই শুরু হয় অক্ষয়ের সংগ্রাম, গ্রামে টয়লেটের ব্যবস্থা করবেন তিনি। ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। দেখুন সেই ট্রেলার