লন্ডন: ব্যর্থতা কাটিয়ে সাফল্যের রাস্তায় ফিরতে গেলে সৎ থাকতে হবে এবং প্রয়োজনে দলের সবার মনে আঘাত লাগার মতো কথা বলতে হবে। কোথায় ভুল হয়েছে সেটা বুঝে ভুল শোধরাতে হবে। এটাই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের মন্ত্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর একথা জানিয়েছেন বিরাট।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় ভারত। এরপরেই দলের ভুল সংশোধন করা দরকার ছিল বলে জানিয়েছেন বিরাট। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘কোটি কোটি দেশবাসীর মধ্যে আমাদেরই এই পর্যায়ে খেলার জন্য বেছে নেওয়া হয়েছে। তাই আমরা যে যোগ্য, সেটা প্রমাণ করতে হবে। একই ভুল বারবার করা চলবে না। দেশের জন্য ভাল খেলতে হবে। ব্যর্থতা কাটিয়ে ফিরে আসার ক্ষমতা থাকতে হবে। দু-তিন ভাল খেলবে, আর বাকিরা সেটা করবে না, এরকম হলে চলবে না। সবাইকে ভাল খেলতে হবে। আমি সবাইকে এই কথা বলেছি। তাতে ভাল সাড়া পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলগত পারফরম্যান্সে জয় পেয়েছি।’

বিরাটের মতে, আন্তর্জাতিক ক্রিকেট যাঁরা খেলেন, তাঁরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। তাঁদের আলাদা করে অনুপ্রাণিত করতে হয় না। তবে সাফল্য পাওয়ার জন্য কঠোর অনুশীলন এবং দলগত পারফরম্যান্স জরুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রায় ২৪টি মেডেন ওভার বল করেছেন ভারতের বোলাররা। এই পারফরম্যান্সে খুশি বিরাট। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে এরকম বোলিং করার ফলে দলের আত্মবিশ্বাস বাড়বে।