কলকাতা: আজ মাতৃদিবস (Mother's Day 2022)। নানা প্রান্তের সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এই বিশেষ দিনটা নিজের মতো করে উদযাপন করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার করা হচ্ছে মাদার্স ডে স্পেশাল পোস্ট। তারকারা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নানা স্মৃতিচারণা করছেন। তেমনই বাংলার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) মাতৃদিবসে মায়ের যন্ত্রণার দিক প্রকাশ্যে আনলেন। 


মাদার্স ডে-তে ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্ট-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'মাকে নিয়ে লেখার তো অনেক কিছু আছে। মা ভালো রান্না করতে পারত। ভালো গান গাইত। ভীষণ ডিসিপ্লিনড ছিল। অসম্ভব সময় জ্ঞান ছিল। কথা দিয়ে কথা রাখত। কিন্তু মায়ের অনেক গল্প ছিল যেগুলো অনেকেই জানে না। মায়ের থেকেই শোনা।'


আরও পড়ুন - Madhuri Dixit in Bollywood: বলিউডে মাধুরী দীক্ষিতের সাফল্যের রহস্য ফাঁস


এবার মায়ের যন্ত্রণার দিক নিজের পোস্টে তুলে ধরেন ভাস্বর। লেখেন, 'আমার বাবার সঙ্গে বিয়ে হওয়ার আগে। তখন যেমন নিয়ম ছিল। মাকে অনেক ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল। কেউ পণ চাইত। তো কেউ মেয়ে বড্ড রোগা বলে চলে যেত। কেউ কেউ, মানে মহিলারাই মায়ের হাতের চামড়া ঘষে দেখত যে মা কোনও প্রসাধনীর সাহায্যে সুন্দর সুশ্রী সেজে বসে আছে কিনা। মাকে এসব অপমান দিনের পর দিন সহ্য করতে হয়েছে। বিয়ের পরেও কিছু আত্মীয় মায়ের গায়ের রং নিয়ে হেয় করেছে। আমার বাবার পাশে মাকে মানায় না সেটাও বোঝানো হয়েছে। আমি জন্মাবার সময় বলা হয়েছে, ছেলে যেন ফরসা হয়। এমনটা যেন এটাও মায়ের হাতে। আমি রেগে যেতাম শুনে। কিন্তু মা বলত, আমি কোনওদিন গায়ে মাখলাম না, তুই মাখছিস কেন। মাদার্স ডে মানে তো একপ্রকার নারী দিবস। মেয়েদের অবস্থা সেই একই রয়েছে। কদিন আগে একটি মেয়ের সঙ্গে কথা হল। বয়স ২০। বিবাহিত। তার শ্বশুরবাড়ির আপত্তি তার লেখাপড়া করা নিয়ে। তাই তাকে জোর করে টিভি চালিয়ে পড়তে হয়। যাতে কেউ বুঝতে না পারে। হায়রে দুনিয়া।' (অপরিবর্তিত)। ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা।