মুম্বই: ব্যাট করতে নেমে মাঠ ছেড়েছিলেন বিমর্ষ হয়ে। শূন্য রানে আউট হওয়ার পর বিধ্বস্ত শরীরটাকে যেন মাঠ থেকে টেনে বার করে আনতে পারছিলেন না। দিনের শেষে সেই বিরাট কোহলির (Virat Kohli) মুখে ফুটল হাসি। দেখা গেল পরিচিত আগ্রাসী শরীরী ভাষাও। সৌজন্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি'সিলভা (Wanindu Hasaranga de Silva)।


দুরন্ত ঘূর্ণি


শ্রীলঙ্কার স্পিনার ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিতে ঘায়েল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ১৯২/৩ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গেল হায়দরাবাদ। ৬৭ রানে ম্যাচ জিতে জোরালভাবে প্লে অফের দৌড়ে আরসিবি। ১২ ম্যাচের শেষে ১৪ পয়েন্ট হয়ে গেল কোহলি-ফাফ ডুপ্লেসিদের। শেষ দুই ম্যাচের আর একটি জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে আরসিবির।


এবারের আইপিএল যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন বিরাট কোহলি (Virat Kohli)। পরপর দুই ইনিংসে শূন্য করেছিলেন। ফের শূন্য করলেন। রবিবার সানরাইজার্সের হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে জগদিশা সূচিথের প্রথম বলেই কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কিংগ কোহলি।


তবে বিরাট-ব্যর্থতার দিনও হায়দরাবাদের বিরুদ্ধে বড় স্কোর তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সৌজন্যে অধিনায়কের দাপুটে ইনিংস। ফাফ ডুপ্লেসি ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন। মাত্র ৫০ বলে ৭৩ রান করলেন। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৯২/৩।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিছুটা ছক ভেঙেই। কারণ, চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। যদিও অন্য পথে হাঁটলেন ডুপ্লেসি।


ইনিংসের প্রথম বলেই কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। সেখান থেকে ডুপ্লেসি ও রজত পাতিদারের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। ইনিংস ওপেন করতে নেমে ৮টি চার ও জোড়া ছক্কা মারেন আরসিবি অধিনায়ক। পাতিদার ৩৮ বলে ৪৮ রান করেন। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। ২৪ বলে ৩৩ রান করেন ম্যাক্সওয়েল। মাত্র ৮ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ৮ বলের ইনিংসে একটি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।


সানরাইজার্স হায়দরাবাদের উমরন মালিককে নিয়ে হইচই হচ্ছে চলতি আইপিএলে। ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করছেন নিয়মিতভাবে। কিন্তু রান খরচ করে ফেলছেন। রবিবার ২ ওভারে ২৫ রান দেওয়ায় তাঁর চার ওভারের কোটা শেষ করাননি উইলিয়ামসন।


লড়লেন শুধু ত্রিপাঠি


জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোরাল ধাক্কা খায় হায়দরাবাদ। প্রথম পাঁচ বলের মধ্যেই ফিরে যান অভিষেক শর্মা ও উইলিয়ামসন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। একমাত্র রাহুল ত্রিপাঠি ৩৭ বলে ৫৮ রান করে কিছুটা লড়াই করেন। হাসারাঙ্গা ছাড়া ২ উইকেট জস হ্যাজলউডের। একটি করে উইকেট পেয়েছেন হর্ষল পটেল ও গ্লেন ম্যাক্সওয়েল।


আরও পড়ুন: ভবিষ্যতের যুবরাজ সিংহ? নিজেই বেছে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক