Aparajito: জামাইষষ্ঠী উপলক্ষে অপু ও দেবাশিসের মজার কথপোকথন পোস্ট করলেন জিতু কমল

Jeetu Kamal: আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মজাদার একটি পোস্ট করলেন জিতু। যাতে ফের অভিনেতাকে প্রশংসায় ভরাচ্ছেন নেট নাগরিকরা।

Continues below advertisement

কলকাতা: পরিচালক অনীক দত্তের ছবি 'অপরাজিত' মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন জিতু কমল। বিভিন্ন মহলে এই ছবি প্রশংসায় ভরে গিয়েছে। শুধু যে বক্স অফিসেই ভালো ব্যবসা করছে তাই নয়, সাধারণ মানুষ থেকে তারকারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মজাদার একটি পোস্ট করলেন জিতু। যাতে ফের অভিনেতাকে প্রশংসায় ভরাচ্ছেন নেট নাগরিকরা।

Continues below advertisement

'অপরাজিত' নিয়ে জিতুর পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অপরাজিত' অভিনেতা জিতু কমল একটি পোস্ট করেছেন। ছবির একটি দৃশ্য পোস্ট করে তিনি লেখেন,
'অপু - আজ কী করছ দেবাশিস?
দেবাশিস- এখনও কিছুটা স্ক্রিপ্ট কারেকশন বাকি। বিকেলের পর ফ্রি।
অপু- তাহলে চলো আজ একবার 'অপরাজিত' দেখে আসি।
দেবাশিস- না, আসলে... অপু দা ভাবছিলাম (কিন্তু কিন্তু করে) কাল তো জামাইষষ্ঠী। কাল একেবারে সপরিবারে যাবো ভাবছি।
অপু- হা হা হা হা। বুঝলাম। তাহলে আগে থেকে অগ্রিম বুকিং করে রেখো...' (অপরিবর্তিত)

আরও পড়ুন - Samrat Prithviraj: এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'সম্রাট পৃথ্বীরাজ'?

প্রসঙ্গত কিছুদিন আগে পাওয়া রিপোর্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে ছিল 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কমলকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৫ রেটিং পেয়ে এখনও শীর্ষে রয়েছে এই ছবি। এমনকী এই ছবি বক্স অফিসে প্রভূত সাফল্য পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও পিছনে ফেলেছে। পাশাপাশি, IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে 'অপরাজিত'। 

Continues below advertisement
Sponsored Links by Taboola