নান্টু পাল, রামপুরহাট (বীরভূম) : O পজিটিভ ব্লাড গ্রুপের রোগী পেলেন B পজিটিভ রক্ত! আর B পজিটিভ ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হল O পজিটিভ রক্ত! মারাত্মক অভিযোগ বীরভূমের (Bibhum) রামপুরহাট মেডিক্যালে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ দায়ের করেছে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। 


ঠিক কী ঘটেছে


রামপুরহাটের মাঝখণ্ডের বাসিন্দা কাজলরেখা চক্রবর্তী। গত বৃহস্পতিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Medical College and hospital) ভর্তি হন তিনি। শুক্রবার রামপুরহাট মেডিক্যালে ভর্তি হন নলহাটির নগরাগ্রামের বাসিন্দা আজমা বিবি। দু’জন রোগীই হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আর সেখানেই এক রোগীর রক্ত অন্য রোগীকে দেওয়ার অভিযোগ উঠেছে! এই ভিডিও দেখিয়ে কাজলরেখা চক্রবর্তীর পরিবারের অভিযোগ, তাঁদের রোগীর ব্লাডগ্রুপ ও-পজিটিভ হওয়া সত্ত্বেও, দেওয়া হয়েছে বি-পজিটিভ গ্রুপের রক্ত। 


অভিযোগ ঠিক কী


কাজলরেখা চক্রবর্তীর ছেলে নীতীশ চক্রবর্তী বলেছেন, 'গিয়ে দেখি মাকে বি পজিটিভ রক্ত দেওয়া হচ্ছে। অথচ গ্রুপ ও পজিটিভ। চিৎকার শুরু করলে নার্সরা আসেন। বলার পর ব্লাড খুলে নেওয়া হয়। ততক্ষণে বেশ কিছুটা রক্ত শরীরে গিয়েছে। মায়ের শরীর কাঁপতে লাগে। অসুস্থ হয়ে পড়ে। নার্স ও চিকিৎসক যারা এই ভুল করেছে তাদের যেন শাস্তি হয়।'


একই অভিযোগ করেছে আজমা বিবির পরিবার। রোগিণীর স্বামী আব্দুল আলম বলেছেন, 'আমার স্ত্রীয়ের বি পজিটিভ রক্ত। দেওয়া হয়েছে ও পজিটিভ। অসুস্থ হয়ে পড়েছে। আমাদের মতন আর কারোর যেন না হয়।' পরিবারের দাবি, ভুল গ্রুপের রক্ত শরীরের ভিতরে যাওয়ায়, অসুস্থ হয়ে পড়েন দুই রোগী। দু’জনকেই পর্যবেক্ষণের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। 


ঘটনার সত্যতা স্বীকার হাসপাতালের


ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার পলাশ দাস বলেছেন, 'দুই রোগীর রক্ত দেওয়ার জন্য চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছিলেন অসাবধানতাবশত একজনের রক্ত অন্যকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে আমরা দুজনকে সিসিইউ বিভাগে পাঠাই। দুজনই সুস্থ আছেন। কেউ লিখিত অভিযাগ জানালে কমিটি গড়ে তদন্ত প্রক্রিয়া শুরু করব।' দুই রোগীর পরিবারের তরফেই হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



আরও পড়ুন- দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নলহাটির স্কুলে কাজে যোগ ক্যানসার আক্রান্ত সোমা-র