কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর আসছে দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি 'প্রজাপতি' (Projapati)। বাবা- ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি এই ছবি। ইতিমধ্যেই এই ছবিক ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছে। দ্বিতীয় গান মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ ১০ ডিসেম্বর। তার আগে কাশী বিশ্বনাথ মন্দিরের অন্দরের ছবি পোস্ট করলেন দেব।
দেব - মিঠুনের 'প্রজাপতি'র ঝলক কাশী বিশ্বনাথ মন্দিরে-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে রয়েছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। তাঁদের পুজো দিতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'অনেক ধন্যবাদ 'প্রজাপতি'র প্রথম গান 'তুমি আমার হিরো'কে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের নতুন গানের জন্য তৈরি হন। 'প্রজাপতি'র দ্বিতীয় গান মুক্তি পাবে আগামীকাল দুপুর বারোটায়। যার শ্যুটিং হয়েছে বেনারস জুড়ে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে।'
আরও পড়ুন - Katrina Vicky Wedding Anniversary: প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা?