কলকাতা: টলিউড (Tollywood) অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কিছুদিন আগেই তাঁর হাঁটুতে অস্ত্রপচার করা হয়। আর রবিবারের স্পেশাল মেজাজে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করেন রুক্মিণী। হলুদ পোশাকে ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে তাঁর  দিক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। 


রুক্মিণীর ছবি পোস্ট-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হলুদ পোশাকে বিভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। পায়ে স্টিলেটো। হলুদ পোশাকে আকর্ষণীয় লাগছে তাঁকে। সঙ্গে হালকা মেকআপ। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন বেশিরভাগ নেটিজেন।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Sohag Jol: জুঁই-শুভ্রর সম্পর্কের টানাপোড়েন, প্রকাশ্যে 'সোহাগ জল' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক


প্রসঙ্গত, কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রপচারের কথা নিজেই জানান রুক্মিণী।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মিণী লিখেছিলেন, 'হাঁটুতে চোট পেয়েছেন রুক্মিণী। ওটিতে যাচ্ছেন'। অভিনেত্রীর সেই পোস্টে আবার খুনসুটি করে দেব মন্তব্য, 'আবার তোমার মাথায় আঘাত লেগেছে।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">