মুম্বই: একটি গাছ অনেক প্রাণ। প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে গাছ আমাদের এই গোটা বিশ্বটাকে বাঁচিয়ে রেখেছে। এর পাশাপাশি প্রতিটা গাছের আলাদা আলাদা কিছু উপকারিতা রয়েছে। এর অনেকটা হয়তো আমাদের জানা নেই। সম্প্রতি বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree) বাড়িতে একটি এমন গাছ (Tree) অবশ্যই রাখার কথা বললেন, যা আমাদের একাধিক উপকার করে।
বাড়িতে কোন গাছ রাখতে বললেন ভাগ্যশ্রী?
সম্প্রতি বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি নেটজেনদের পরামর্শ দিচ্ছেন বাড়িতে এমন একটি গাছ রাখার, যা একাধিক উপকারে ভরা। সেই গাছটি অন্য় কিছু নয়, অ্যালোভেরা। বহু উপকারী উপাদানে ভরা অ্যালোভেরা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এই গাছ ত্বক, চুল থেকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। এই গাছের বৃদ্ধিও হয় দ্রুত। বাড়িতে থাকলে একাধিক কাজে ব্যবহার করা যায়। পেটের জন্য ভালো। কোষ্ঠকাঠিন্য থেকে পেটের নানা সমস্যা দূর করে। পাশাপাশি ত্বক এবং চুলের জন্য অ্যালোভেরার উপকারিতা অসীম। ভাগ্যশ্রী জানাচ্ছেন, 'অ্যালোভেরা ময়শ্চারাইজার হিসেবে দুর্দান্ত কাজ করে। এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। অ্যাকনে প্রতিরোধ করে। ত্বকে জলীয়ভাগ বজায় রাখে এবং আরও অনেক উপকার করে। গরম জলে অ্যালোভেরার রস মিশিয়ে খেলে পেট ভালো থাকে।'
আরও পড়ুন - Moving In With Malaika: বোনে-বোনে বাদল বিবাদ? বন্ধ মুখ দেখাদেখি?