কলকাতা: থেমে গেল তাল, থামল তবলা। প্রয়াত উস্তাদ জাকির হোসেন (Zakir Hussain)। আমেরিকার হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী তবলা-শিল্পী। ৭৩ বছরে প্রয়াত কিংবদন্তি তবলা-শিল্পী জাকির হোসেন। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রীপ্রাপ্ত জাকির হোসেন, পেয়েছিলেন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড। কিংবদন্তির প্রয়াণে শোকস্তদ্ধ সঙ্গীত জগত থেকে শুরু করে রাজনৈতিক ও অভিনয় দুনিয়াও।
জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গভীর শোকপ্রকাশ প্রিয়ঙ্কা গাঁধী, রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) শোকপ্রকাশ করে লিখেছেন, 'উস্তাদ জাকির হুসেনের চলে যাওয়া এই পৃথিবীকে সংস্কৃতিকভাবে আরও গরীব করে দিল। তবলার ওপর নাচ করত তাঁর আঙুল। তিনি তবলাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের মঞ্চে।'
যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখছেন, 'জাকির হুসেনজির তবলার ভাষা ছিল গোটা পৃথিবীর। গোটা বিশ্বের সীমারেখা, বয়স, জাতি, ধর্ম, বর্ণ সমস্ত বাধাকে পেরিয়ে যায়। তাঁর তবলার বাজনা চিরকাল আমাদের মনে থাকবে।' জাকির হুসেনের মৃত্যু ছুঁয়ে গিয়েছে টলিউডকেও। নচিকেতার গান ধার করে মীর আফসর আলি লেখেন, 'তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে.. গোটা পৃথিবীর একটা তাল হারিয়ে ফেলল।' ইমন চক্রবর্তী জাকির হুসেনের একটি ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, একটি গানের লাইন। সঙ্গীতশিল্পীর আত্মার শান্তিকামনা করেছেন। অভিনেত্রী স্বস্তিকা দত্তও শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
অনন্ত মহিন্দ্রা লিখেছেন, 'ভারতের তাল আজ থেমে গেল।' গৌতম আদানি লিখেছেন, 'পৃথিবী একটা এমন তাল হারিয়ে ফেলল যার কোনও বিকল্প হয় না। উস্তাদ জাকির হোসেনের তবলার ধ্বনি চিরকাল পৃথিবীতে ঘুরে ঘুরে বাজবে। তাঁর শিল্প ছিল সময় কাল পেরিয়ে যাওয়া এক শিল্প।' হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, 'গোটা পৃথিবী যেন থেমে গেল উস্তাদের প্রয়াণে। যিনি ভারতকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে, তাঁর সুর রয়ে যাবে চিরকাল।
করিনা কপূর খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ম্য়াস্ট্রো চিরকালের।' সোশ্যাল মিডিয়ায় ইমোজি দিয়ে রণবীর সিংহ শেয়ার করে নিয়েছেন উস্তাদের একটি সাদা কালো পুরনো ছবি। ভূমি পেডনেকর ও রিকি কেজও উস্তাদ জাকির হোসেনের প্রয়াণের পরে শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন: Zakir Hussain Demise: প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।