কলকাতা: টলিউডে একের পর এক করোনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। তালিকা ক্রমাগত লম্বা করে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্য়া। তবে বর্তমান নিয়ম অনুযায়ী ৭ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন অনেকের। অনেক তারকার আবার ৭ দিনের আগেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে টলিউডের করোনা পরিস্থিতি কী? দেখে নিন একনজরে


 


করোনামুক্ত ঋতুপর্ণা


করোনামুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানালেন, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা। ক্যাপশানে লেখেন, 'হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকেই কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।' অভিনেত্রীর পোস্ট শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা। 


 


সুস্থ ঋতাভরীর দিদি ও মা


সুস্থ হয়ে উঠেছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপা সান্যাল। সোশ্যাল মিডিয়ায় আজ মা ও দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। লিখেছেন, 'সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার মা আর দিদির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওরা দুজনেই সুস্থ আছে। সবাই সাবধানে থাকুন আর সুস্থ থাকুন।' টলিউডে করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমেই আক্রান্ত হয়েছিলেন ঋতাভরীর মা ও দিদি।


 


৪ দিনেই করোনামুক্ত দেব


করোনামুক্ত হয়েছেন দেবও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেব জানিয়েছিলেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সকলের সুরক্ষার কথা ভেবে এখনও কয়েকটা দিন নিভৃতবাসেই কাটাবেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব লেখেন, 'করোনা পরীক্ষা করালাম। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও বাড়িতেই সাত দিনের আইসোলেশনের মেয়াদ পূর্ণ করব। প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। সকলে মাস্ক পরে থাকুন। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। সকলে নিজের খেয়াল রাখুন।' অভিনেতার এই পোস্ট দেখে কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। তাঁরা অভিনেতার সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।


 


কোভিড নেগেটিভ পরমব্রত-পার্নো


করোনামুক্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। উপসর্গ কমায় গত শনিবার ফের করোনা পরীক্ষা করিয়েছিলেন পরমব্রত। সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ থেকে কাজ শুরু করার কথা তাঁর। নিভৃতবাসের নির্ধারিত সময় কাটিয়ে ফেলেছেন পার্নো মিত্রও। এখন সুস্থ তিনি।


 


করোনা সারিয়ে কাজে সৃজিত-মিথিলা


করোনামুক্ত সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী রফিয়াদ রশিদ মিথিলাও। আগামী ১৪ জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়ার কথা মিথিলার। সৌরভ সাহার সঙ্গে মন্টু পাইলটের শ্যুটিং শুরু করবেন তিনি। 


 


নিভৃতবাস শেষ রাজ-শুভশ্রীর


নিভৃতবাসের নির্ধারিত সময় কেটে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ৪ তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁদের। ক্যালেন্ডার অনুযায়ী গতকাল অর্থাৎ ১০ জানুয়ারি নিভৃতবাস শেষ হওয়ার কথা তাঁদের। আগের থেকে অনেক ভালো আছেন তাঁরা। 


 


বাড়িতে বন্দি ইমন


সদ্য করোনা পজিটিভ হয়েছেন তিনি। তাই নিভৃতবাসে না থেকে উপায় কী? নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সারাদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত থাকছেন অনুরাগীদের সঙ্গা। সামান্য উপসর্গ রয়েছে তাঁর। করোনা পজিটিভ স্বামী নীলাঞ্জনও।


 


করোনামুক্ত রেশমি, নিভৃতবাসে ঋদ্ধি


করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে রেশমি সেনের। কিছুদিন বিশ্রাম নিয়ে কাজে ফিরবেন তিনি। ৭দিন সম্পূর্ণ না হওয়ায় এখনও নিভৃতবাসে রয়েছেন পুত্র ঋদ্ধি সেন। নির্ধারিত সময় শেষ হলে তবেই স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন ঋদ্ধি।


 


সুস্থতার পথে বনি-কৌশানি


শ্যুটিং করতে করতেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল বনির। সংক্রমিত হয়েছিলেন পরিচালকও। এর পরের দিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে কৌশানিরও। দুজনেই বাড়িতে নিভৃতবাসে ছিলেন। আপাতত সুস্থ আছেন তাঁরা। ধীরে ধীরে কমেছে উপসর্গ। এখন কেবল অপেক্ষা ৭ দিনের নিভৃতবাস কাটার।