কলকাতা: ফ্যাশন কী শুধু তন্বী চেহারা, ফর্সা গায়ের রঙে আর সুন্দর লম্বা চুলে? এই প্রশ্নই তুলছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংঘ ও অরিজিতা মুখোপাধ্যায়কে। সমাজের তথাকথিত ধারণা থেকে শুরু করে নিজেদের অভিজ্ঞতা, সৌন্দর্য্যের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন এই তিন অভিনেত্রী। 


দেবশ্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। একসময় কর্পোরেট অফিসে চাকরি করতেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলছেন, 'একসময় আমি কর্পোরেট অফিসে চাকরি করতাম। পরবর্তীকালে শুনেছিলাম, আমার এক সিনিয়র বস আমায় সাদা হাতি বলেছিলেন। পরে আমি সেটা শুনতে পাই। আমার সেই বস যদি এখন আমার সাক্ষাৎকারটা দেখেন, তাহলে দেখবেন আমি জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। উনি কিন্তু এখনও সেই চাকরিটাই করে যাচ্ছেন।'


সুন্দরী মানেই সমাজের চোখে ভেসে ওঠে এক তন্বী মেয়ের ছবি। যার হবে কাজল কালো চোখ, পিঠ ছাপানো চুল, ছিপছিপে চেহারা। এর বাইরে যেন সৌন্দর্য্যের সংজ্ঞা হতেই পারে না। কিন্তু সমাজের নজরে যাঁরা তেমন নন? কে নির্ধারণ করে দেয় মানুষের সৌন্দর্য্যের সংজ্ঞা? সংঙশ্রী বলছেন, 'আমার কোমরের মাপ তো ৩৮ বা ৪০। পোশাক কিনতে গেলে ডাবল বা ট্রিপল এক্সএল লাগে। তাই বলে কি আমরা কিছু পরব না কিনে? এক মাসি আমায় বলেছিলেন, 'কী মোটা.. কে বিয়ে করবে তোকে?' হাই মাসি..এই যে আমি এখানে বসে আছি আর তুমি ওপার থেকে দেখছো, এটাই তোমায় দেওয়া আমার উত্তর। আমি ওবিসিটিকে প্রোমোট করছি না, কিন্তু সেটাকে ছোট করা হলে সেটা নিয়ে আমার সমস্যা রয়েছে। আমায় বলা হয়েছিল, চেহারায় যত না চর্বি, মাথায় তার চেয়ে বেশি চর্বি আছে। আমি চাইলেই খুব ছিপছিপে হয়ে যেতে পারব না। কিন্তু তাই বলে আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি।'


অরিজিতার মতে, 'মোটাকে মোটা বলতেই পারেন, তাতে আমার কোনও সমস্যা নেই। সমাজ আমাদের অজান্তেই আমাদের মধ্যে গেঁথে দেয় কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর। কিন্তু সত্যিই কি এর সংজ্ঞা হতে পারে।'


শেষমেশ তিন নায়িকাই শেষ করেন একই সংলাপ দিয়ে.. 'তাই বলে আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি।'


আরও পড়ুন: Telly Masala: গৌরীকে অপহরণ করবে শৈল মা, প্রকাশ্যে জগদ্ধাত্রীর আসল পরিচয়, এক ঝলকে টেলি-মশালা