চেন্নাই: আজ আইপিএলের (IPL 2023) ২৯তম ম্যাচে দক্ষিণী ডার্বিতে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ তালিকার দিকে তাকালে এই ম্যাচটি তিনে থাকা সিএসকের বিরুদ্ধে নয় নম্বরে থাকা সানরাইজার্সের লড়াই হলেও, দুই দলই শেষ কয়েকটি ম্যাচে কিন্তু ভাল পারফর্ম করেছে। সানরাইজার্স নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজিত হলেও, তার আগের দুই ম্যাচে কেকেআর ও পাঞ্জাব কিংসকে পরাজিত করেছিল। অপরদিকে, সিএসকে বিগত তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়েছে। সুতরাং, দুই দলই বেশ ফর্মে রয়েছে।
চেন্নাই আজকের ম্যাচটি জিতলেই রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুগ্মভাবে এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক চারটি ম্যাচ জিতে নেবে। অপরদিকে, সানরাইজার্সের সামনে ইতিহাস তৈরি করার সুযোগ। সানরাইজার্স এর আগে কোনওদিনও সিএসকের ঘরের মাঠ চিপকে হলুদ ব্রিগেডকে পরাজিত করতে পারেনি। অপরদিকে, সিএসকে চিপকে শেষ ২৩টি ম্যাচের মধ্যে ১৯টিতে জিতেছে। সুতরাং, সানরাইজার্সের সামনে যে চ্যালেঞ্জটা বেশ কঠিন, তা বলাই বাহুল্য।
পিচের পরিস্থিতি
চিপকে বরাবরই স্পিনাররা মদত পান। এই ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এখনও পর্যন্ত এ মরসুমের দুইটি ম্যাচে এই মাঠে কিন্তু ব্য়াটাররা রানও পেয়েছেন। অবশ্য স্পিনাররা সাহায্য পেলেও, ফাস্ট বোলারদের এই পিচে দাঁত ফোটাতে সাম্প্রতিক সময়ে বেশ কসরত করতে হয়েছে এবং এই ম্যাচেও সেই ধারা বজায় থাকা সম্ভাবনা প্রবল।
কবে খেলা
আজ ২১ এপ্রিল, শুক্রবার সিএসকে ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে
কোথায় দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের এই ম্যাচটি।
ফিট স্টোকস
সিএসকে বিগত তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জিতলেও, দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes) সেই তিন ম্যাচে খেলতে পারেননি। পায়ের পাতায় চোট পাওয়ায় খেলতে পারেননি তিনি। তবে সানরাইজার্স ম্যাচে তাঁর মাঠে নামার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বুধবার, ২০ এপ্রিল, ম্যাচের আগেরদিন সিএসকের নেটে পুরোদমে অনুশীলন সারেন স্টোকস। তাই আশা করা হচ্ছে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেও স্টোকসকে খেলতে দেখা যাবে।
স্টোকসের প্রত্যাবর্তনে যে সিএসকের শক্তি বাড়বে, তা বলাই বাহুল্য। স্টোকস দলে ফিরলে 'বেবি মালিঙ্গা' মাথিশা পাথিরানা দলে সুযোগ পান কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। স্টোকসের পাশাপাশি এই ম্যাচের আগে সিএসকের আরেক অলরাউন্ডার মিচেল স্যান্টনারও শারীরিক অসুস্থতা সারিয়ে ফিট হয়ে উঠেছেন।
আরও পড়ুন: টিভি ছেড়ে ডিজিট্যাল হিটম্যানও, রোহিত শর্মার নতুন ইনিংস