কলকাতা: সঞ্জয় দাসের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি অনন্য শারদীয়া । পুজোর মরসুম পেরিয়েছে । কিন্ত এই ছবির গল্প দুর্গাপুজোকে ঘিরেই । এক বনেদি পরিবারের দুর্গাপুজো আর সেই পুজোকে ঘিরে সম্পর্কের সমীকরণেই এগিয়ে যাবে গল্প ।               


ছবির মুখ্য়ভূমিকায় অভিনয় করছেন অভিষেক সিংহ (Abhishek Singh), রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), ঈশান মজুমদার (Ishaan Mazumder), পার্থ সারথী দেব (Partho Sarathi Dev), চন্দ্রাণী দাস (Chandrani Das), মৌমিতা বসু (Moumita Bose), চৈতালী চক্রবর্তী (Chaitali Chakraborty), গৌতম চক্রবর্তী (Goutam Chakraborty), ইন্দ্রনীল গুহ চৌধুরী (Indranil Guha Chowdhury), তপতী মুন্সি (Tapati Munshi), তিয়াসা সাহা (Tiyasha Saha) ও অন্যান্যরা ।                                                                                           


কী করে এল এই ছবির পরিকল্পনা? ছবির পরিচালক বলছেন, 'আমি অনন্য শারদীয়া ছবিটির পরিকল্পনা করেছিলাম কারণ এই ছবিটা বাংলা ও বাঙালিকে নিয়ে । দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব । এক বাঙালি একান্নবর্তী পরিবারের সম্পর্কের সমীকরণের গল্প নিয়ে তৈরি হবে এই ছবি ।'


ছবির প্রেক্ষাপট কিছুটা এমন.. বিদেশে থাকেন সমরেশ ও কৃষ্ণা । বহু বছর পরে মেয়ে তাতানকে নিয়ে বাড়িতে আসেন তাঁরা । সমরেশ তাঁর বড় ভাই শৈলেশের থেকে জানতে পারে তাঁদের মা মারা গিয়েছেন । সেই কথায় সায় দেয় পিসিও । পুজোর আমেজে বহু বছর পরে পুরনো বাড়িতে ফিরে সমরেশের মনে পড়ে তাঁর ছোটবেলার কথা, বন্ধুদের কথা, পুরনো প্রেমিকার কথা । ইতিমধ্যেই বাড়ির বড় ছেলে ও পিসিকে গ্রেফতার করে পুলিশ । সমরেশ ও কৃষ্ণা অবশ্য আগেই আঁচ করেছিল তাদের সমস্যার কথা ।                                     


দশমীতে হঠৎ সমরেশ গঙ্গার ঘাটে দেখতে পায় তা মাকে। তিনি অন্ধ। কিন্তু মৃত মানুষের ফিরে আসা কি করে সম্ভব! সেই উত্তর মিলবে 'অনন্য শারদীয়া'-তে।