কলকাতা: নতুন ছবিতে নতুন জুটি। তবে নায়ক নায়িকার নয়, দুই নায়িকার। ফের নতুন গল্প শোনাতে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও পাওলি দাম (Paoli Dam)। সঙ্গে থাকছেন আরও একঝাঁক অভিনেতা অভিনেত্রী। অর্জুন দত্তের নতুন ছবি আসতে চলেছে। ছবিটির নাম, 'বিবি পায়রা'। দুজন পরনির্ভরশীল মহিলা কীভাবে তাঁদের ভাল থাকার রসদ খুঁজে নেয়, সেই গল্পই শোনাবে অর্জুনের নতুন ছবি। তবে এই ভাল থাকার রসদ খুঁজতে গিয়ে বারে বারে সমস্যার মধ্যে পড়ে এই দুজন। শুধু নিজেরাই সমস্যাই পড়ে না, অন্যদেরও সমস্যার মধ্যে ফেলে। এই সমস্ত সমস্যা পেরিয়ে তাঁরা কী ভাল থাকতে পারবেন? সেই গল্পই শোনাবে এই ছবি।
এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), সুব্রত দত্ত (Subrat Dutta), অঙ্কিতা মাঝি (Ankita Majhi), ভবানী মুখোপাধ্যায় (Bhabani Mukherjee) ও লোকনাথ দে (Loknath Dey)-কে। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্জুন দত্ত নিজেই। সঙ্গে রয়েছেন আশীর্বাদ মৈত্র-ও। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রতীম ভোল। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত। পোশাক, পৌলমী গুপ্ত ও আর্ট, হো-চি।
এই ছবি নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলছেন, 'গুলদস্তা আর শ্রীমতীর পরে অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। আর ৩ নম্বর কাজ হিসেবে এর থেকে ভাল চরিত্র আর কিছু হতেই পারত না। তার ওপর এই সমস্ত দুঁদে অভিনেতাদের সঙ্গে অভিনয় করা তো আরও বেশি প্রাপ্তি। আমরা তো হাসিমুখের আমাদের জীবনের প্রত্যেকদিনের লড়াইটা করে যাই। তারই খন্ডচিত্র তুলে ধরবে এই ছবি। নিজের কেরিয়ারের এমন একটা জায়গায় এসে, এই ধরণের চরিত্রে অভিনয় করতে সত্যিই ভীষণ ভাল লাগে। এই ধরণের চরিত্র আমি আগে করিনি। আমি ভীষণ খুশি যে অর্জুন আমার কাছে এইরকম একটা চরিত্র নিয়ে এসেছে। এই রকম একটা কমেডি ছবি অনেকদিন পর আসবে যেটা দর্শককে ভাবাবে।'
এই ছবিটি নিয়ে পাওলি দাম বলছেন, 'যখন প্রথম এই চিত্রনাট্যটা শুনেছি, তখনই জানতাম, এই ছবিটা আমি করবই। এই ধরণের চরিত্র তো রোজ লেখা হয় না। এমন একটা কাজ অর্জুনের সঙ্গে করছি এটাই আমার ভাল লাগার। প্রযোজককেও অনেক ধন্যবাদ এইরকম একটা ছবি নিয়ে আসার সাহস দেখানোর জন্য।' ছবিটি নিয়ে অনির্বাণ চক্রবর্তী বলছেন, ' প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি। ওর আগের কাজগুলোর থেকে এই কাজটা বেশ অন্যরকম। চিত্রনাট্যটা শুনেই আমার ভাল লেগেছিল। এমন চরিত্র আমি আগে করিনি। পাওলি, স্বস্তিকা, অনিন্দ্য এদের সবার সঙ্গে আলাদা আলাদা করে কাজ করে এসেছি। কিন্তু একসঙ্গে কাজ এই প্রথম। ছবিটি নিয়ে সুব্রত দত্ত বলছেন, 'কথা ছিল কাজ করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। বিবি পায়রা ছবিতে দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করব। অর্জুন দত্ত ও পাওলি দাম। ধন্যবাদ প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে এই সুযোগ দেওয়ার জন্য।'
ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'এই ছবিটা একাধিক কারণে আমার কাছে বিশেষ। একেবারে শহুরে জীবনধারা থেকে বাইরে বেরিয়ে একটু মফঃস্বলের জীবনধারাকে তুলে ধরা, দীর্ঘদিন পরে স্বস্তিকা আর পাওলিকে নিয়ে একসঙ্গে কাজ.. আর আরও অনেক কিছু। আর হ্যাঁ, যাঁদের কথা বলতেই হবে, তাঁরা হলেন, অনির্বাণ, সুব্রত আর অনিন্দ্য। ওঁরা সবাই ভীষণ ভাল অভিনেতা। প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে অনেক ধন্যবাদ এইরকম একটা ছবি দর্শকদের উপহার দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।'