কলকাতা: সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর হামলার কাণ্ডের ছায়া এবার টলিউডে! দিনদুপুরে ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে দুষ্কৃতি হামলা। হল হাতাহাতিও। সোশ্যাল মিডিয়ায় এসে সেই খবর নিজেউ জানালেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। তিনি কী আহত হয়েছেন? ঠিক কী ঘটেছে ঋত্বিকের সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় আজ ঋত্বিক একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলছেন, তিনি সকালে ব্যলকানিতে বসে একটি বই পড়ছিলেন। তাঁর বাড়ির ব্যালকনিটি খোলা। এরপরে ঋত্বিক সেখান থেকে উঠে জল নিতে আসেন পাশেই। ঋত্বিকের সন্দেহ, তখনই ব্যালকনি দিয়ে প্রবেশ করে ওই আততায়ী। একেবারে ঋত্বিকের পাশাপাশি চলে আসে সে। হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন ঋত্বিক। তাঁর গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই। তাঁর সঙ্গে হাতাহাতিও হয়ে যায় ওই আততায়ীর। এরপরে ওই আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। জানা যাচ্ছে, হাতাহাতি হলেও ওই ব্যক্তির কাছে কোনও অস্ত্র ছিল না। সেই কারণেই আহত হননি ঋত্বিক। তবে ঋত্বিক এরপরে সিসিটিভি ফুটেজে দেখতে পান ওই লোকটিকে। সেই ভিডিও-ও প্রকাশ্যে এনেছেন ঋত্বিক। সেখানে দেখা যাচ্ছে, একজন সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে। অবিকল সেফ আলি খানের ঘটনার মতোই। এরপরে সেই ব্যক্তি আবার ফিরে আসে। আর তারপরেই উদঘাটন হয় আসল রহস্য়।
ওই ব্যক্তি ফিরে এসে ক্যামেরার সামনে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা দেখা যায়, সেটি আসলে নতুন ছবি 'পরিচয় গুপ্ত'-র প্রকাশ মাত্র। হামলার ঘটনা একেবারেই সাজানো। অভিনব এই উপায়ে ছবির প্রচার করতে চেয়েছেন ঋত্বিক।
সামনেই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি 'পরিচয় গুপ্ত'। এই ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranail Sengupta), দর্শনা বণিক (Darshana Banik)। এছাড়াও, এই ছবিতে রয়েছেন, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতারা। এই ছবির পরিচালক রণ রাজ বলছেন, 'ছবির নাম থেকেই এটা স্পষ্ট যে কেউ কোনও বিষয় গোপন করতে চাইছে। ছবিটির মধ্যে যেমন রহস্য আছে, তেমনই রয়েছে বিনোদনের রসদও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের কিছু প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই যেন ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দুর্দান্ত চমক রয়েছে।' এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে এখন প্রকাশ্যে আনা হয়েছে ছবির ঝলক। খুব তাড়াতাড়িই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে "পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড" ও " পান্ডে মোশান পিকচার্স" এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি "পরিচয় গুপ্ত"।
আরও পড়ুন: Udit Narayan: চুম্বনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও বেলাগাম উদিত, ফের আরও এক অনুরাগীর সঙ্গেও একই কাণ্ড!