কলকাতা: নতুন ছবিতে সৌরভ দাস (Sourav Das) ও খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। ছবির নাম ভর্গ (Bharga)। এই ছবিতে সৌরভের বিপরীতে দেখা যাবে, অভিনেত্রী প্রান্তিকা দাসকে। এছাড়াও এই ছবিতে থাকছেন লোকনাথ দে, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, গার্গী সেনগুপ্ত, সূর্য মজুমদার ও অন্যান্যরা। আকাশ অঞ্চলী প্রযোজনা সংস্থা থেকে (Akash Anjali Production) তৈরি হচ্ছে এই ছবি। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভম রায়।
ছবিটির গল্প কিছুটা এমন.. সৌরভ ও প্রান্তিকা স্বামী-স্ত্রী। তাঁদের দুজনের মধ্যে খুবই ভাল সম্পর্ক। খরাজ এখানে সৌরভের বাবার চরিত্রে অভিনয় করেছেন। খরাজ একজন স্কুলশিক্ষক ও ভীষণ নীতিপরায়ণ একজন মানুষ। খরাজের চরিত্রের নাম হয়েছে সৌমেন্দু সান্যাল। সৌরভের চরিত্রের নাম কৌস্তভ ও প্রান্তিকার চরিত্রের নাম শর্মিলা। এই দুই চরিত্রে বেশ খুশিই তাঁদের জীবন নিয়ে। কিন্তু মধ্যবিত্ত এই পরিবারে হঠাৎ এমন ঝড় আসে যে বদলে যায় সবকিছু। কী সেই ঝড়? কী সেই সমস্যা? সেই গল্পই তুলে ধরবে এই সিনেমা, ভর্গ।
ছবিটি নিয়ে খরাজ বলছেন, 'শুভমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব ভাল লাগছে কাজটা করতে। শুভম খুবই পরিশ্রমী ছেলে। সবচেয়ে ভাল বিষয়, এই ছবির লভ্যাংশের পুরোটাই ব্যবহার করা হবে নদীয়ার একটি হাসপাতাল তৈরিতে।' ছবিটি নিয়ে পরিচালক শুভম বলছেন, 'সিনেমাটায় যেমন রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন রয়েছে... তেমনই রয়েছে ফ্যামিলি ড্রামা, আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বেশ কিছু দৃশ্য ও ঘটনাপ্রবাহ। এত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা। আমার সবাই খুব সাহায্য করেছেন যখনই যা প্রয়োজন হয়েছে। আমার বিশ্বাস, এতদিন ধরে মানুষ এঁদের যেভাবে দেখে এসেছেন, সেই থেকে এক্কেবারে আলাদাভাবে দেখবেন। ছবিটায় বেশ কিছু ট্যুইস্ট আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হল এই ছবির সমস্ত লভ্যাংশ ব্যবহৃত হবে নদীয়ার একটি হাসপাতাল তৈরীতে। এটা খুবই ভাললাগার বিষয়'
এই ছবিটা নিয়ে সৌরভ বলছেন, 'শুভমের সঙ্গে আগেই আলাপ ছিল। ও যখন আমার কাছে এই সিনেমার চিত্রনাট্যটা নিয়ে আলে, সেটা পড়েই আমার খুব ভাল লেগেছিল। তাই রাজি হয়ে যাই। আমাদের প্রযোজক খুব ভাল কাজে এই ছবিটার লভ্যাংশটা ব্যবহার করবেন। নদীয়ার একটি হাসপাতাস তৈরিতে গোটা ছবির লভ্যাংশটা ব্যবহার হবে। ছবিটার মধ্যে প্রথম দেখায় প্রেম আছে, বিয়ে আছে কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যেখানে তাদের সবার জীবনটা একেবারে বদলে যায়। এই গল্পটা সব্বার। ইস্কাবন আর বুমেরাং-এর পরে এই স্ক্রিনশেয়ার করলাম। খরাজটা খুব ভাল অভিনয় করেছেন। আশা করি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে এই ছবিটা। আমার বিশ্বাস মানুষ এই ছবিটা ভালভাবে গ্রহণ করবেন।'
আরও পড়ুন: Neha Dhupia: ফ্যাট থেকে ফিট.. ডায়েট থেকে কী কী বাদ দিয়ে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।