কলকাতা: পোশাকে রঙমিলান্তি, উদ্দাম নাচ, বর্ষবরণের রাতে অন্য মেজাজে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। অন্যদিকে লাল কালোয় উষ্ণতা ছড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। স্বামী নীলাঞ্জনের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। কেমন কাটল টলিউডের বর্ষবরণ?


ক্যালেন্ডারের পাতা বদলাতেই রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। লাল অফ শোলডারে উষ্ণতা ছড়াচ্ছেন শুভশ্রী, কালো পোশাকে তাঁকে জড়িয়ে রাজ। একে অপরকে চুম্বনে মগ্ন টলিউডের প্রথম সারির জুটি। তাঁদের বছরটা শুরু হল ভালবাসায়, একসঙ্গে থাকার শপথে। 


 






অন্যদিকে নুসরত ধরা দিলেন এক্কেবারে অন্য মুডে। মুগ্ধ হয়ে দেখলেন আকাশের আতসবাজি, যশের বাহুলগ্না হয়ে মেতে উঠলেন নাচে গানে। সাংসদ এক্কেবারে ষোড়শী, উচ্ছ্বাস বাঁধভাঙা। 


আরও পড়ুন: Alia Bhatt: রাতপোশাকে ঘরোয়া পার্টিতে ২০২৩-কে শুভেচ্ছা নতুন মা আলিয়ার


ঘরোয়া আয়োজনেই বর্ষবরণ কাটল ইমন চক্রবর্তীর। নীলাঞ্জনের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী অভিনেত্রী।


 






অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ও শেয়ার করে নিলেন বর্ষবরণের ছবি। স্বামীর সঙ্গে পোশাকে রঙমিলান্তি, মুহূর্তকে উপভোগ করতে চান দুজনেই। সব মিলিয়ে টলিউডের জুটিদের নতুন বছর শুরু হল একরাশ ভালবাসা মেখে।