কলকাতা: নতুন মায়ের নতুন বছর। ঘরোয়া পার্টিতে নতুন বছরকে স্বাগত জানালেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। পোলকা ডট রাত পোশাকে আলিয়া যেন ষোড়শী। আর তাঁকে ঘিরে রইলেন রণবীর কপূর (Ranbir Kapoor)।  মোমবাতি, নিয়ম আলোর আঁচ, আদরে, স্নেহে হাসিতে সাজানো রইল আলিয়ার বছরের প্রথম রাতটা। 


সোশ্যাল মিডিয়ায় আজ ছবি শেয়ার করে নিয়েছে আলিয়া। সেখানে দেখা গিয়েছে খোলা আকাশের নিচে আনন্দে মেতেছে কপূর পরিবার। রয়েছেন বন্ধুবান্ধবেরাও। তবে ফ্রেমে দেখা মিলল না ছোট্ট রাহা-র। এখনও খুদেকে ক্যামেরার সামনে আনার সিদ্ধান্ত নেননি। তবে আলিয়াকে দেখা গেল হাসিতে উপচে পড়ছে। নো মেকআপ লুক, মাথায় ২০২৩ -এর হেয়ারব্যান্ড.. আলিয়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ঘরোয়া ছবি।  


আরও পড়ুন: New Web Series: গোয়া যাওয়া হল না ঐন্দ্রিলার, টলিউডের নতুন 'অলক্ষ্মী' হলেন কারা?


এর আগে পরিবারের সঙ্গেই এবারের বড়দিন পালন করেছিলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর (Ranbir Kapoor)। হাজির ছিলেন আলিয়ার বোন শাহিন ও পূজা ভট্ট, মা সোনি রাজদান। স্বামী-স্ত্রী অংশ নিয়েছিলেন কপূর পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়াতেও। রণধীর কপূর, নীতু কপূর, করিশ্মা কপূর ছিলেন উপস্থিত। আলিয়া ভট্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিয়েছিলেন একগুচ্ছ ছবি। সেখানে প্রথম ছবিতেই নজরে পড়ল স্ত্রীয়ের গালে ভালবেসে চুম্বন আঁকছেন স্বামী রণবীর। ক্রিসমাস ট্রিয়ের সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি। লালই ছিল সকলের পোশাকের থিম রং।


এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এটি... পৃথিবীর সবচেয়ে ভাল মানুষগুলোর সঙ্গে। শুভ শুভ সবসময় আমার পরিবারের তরফ থেকে আপনাদের জন্য।'