কলকাতা: বিধি-নিষেধের বেড়াজাল বারবার নারীর পথ আটকেছে। কিন্তু কোন যৌক্তিকতায়? সেই প্রশ্নই তুলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি।’
সোশ্যাল মিডিয়ার দৌলতে কলকাতা শহরের প্রথম মহিলা পুরোহিতকে চেনেন অনেকেই। এ বার সেই ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে শবরীর গোপন পেশা পৌরোহিত্য।
ঋতাভরী অভিনীত এই চরিত্রটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাই ইনস্টাগ্রামে ঋতাভরী প্রায়ই পোস্ট করছেন এই ছবির নানা দৃশ্যের শুটিং-এর ছবি।



শুধু তাই নয়, ঋতাভরী ছবির একটি গানও নিজের গলায় গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘কোন গোপনে’ গানটি ইতিমধ্যেই মন ছুঁয়েছে অনেকের। এই ছবির সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই গানটি গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।



এই ছবিতে সামাজিক বিধি-নিষেধের ঘেরাটোপ পেরিয়ে নতুন কাহিনি শোনানোর প্রয়াস পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ব্রহ্মা জানেন গোপন কম্মটি মুক্তি পাবে ৬ মার্চ।