দামন: নেপালের দামনে বেড়াতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন কেরলের ৮ পর্যটক। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁদের প্রাণহীন দেহ, অক্সিজেনের অভাবে প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
নেপালের মাকাওয়ানপুর জেলার দামন এলাকায় ঘটেছে এই ঘটনা। ওই ৮ জনের মধ্যে ছিল দুটি পরিবার, দুই দম্পতি ও তাঁদের চার সন্তান। দামনের এভারেস্ট প্যানোরামা রিসর্টের একটি স্যুইট থেকে অজ্ঞান অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় কাঠমান্ডুর এইচএএমএস হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
কেরল থেকে নেপালের পোখরা বেড়াতে যায় ১৫ জনের একটি দল, তাদের মধ্যেই ছিল ওই দুই পরিবার। ফেরার পথে গতরাতে পর্যটকরা ওঠেন এভারেস্ট প্যানোরামা হোটেলে। রিসর্ট ম্যানেজার জানিয়েছেন, সব দরজা, জানালা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরে ঠান্ডা কমাতে গ্যাস হিটার জ্বলছিল, সেই গ্যাসে দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
মৃত ৮ জন হলেন- প্রবীণ কৃষ্ণণ নায়ার, শরণ্যা শশী, শ্রীভদ্র প্রবীণ, আর্চা প্রবীণ, অভিনব শরণ্যা নায়ার, রঞ্জিত কুমার আদাথোলাত পুনাথিল, ইন্দুলক্ষ্মী পীতাম্বরণ রাগলতা ও বৈষ্ণব রঞ্জিত। ভারতীয় দূতাবাস জানিয়েছে, মৃতদের পরিবারবর্গকে সবরকম সাহায্য করবে তারা।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন এই গটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদেহগুলি দেশে আনার জন্য সবরকম ব্যবস্থা নিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
বদ্ধ ঘরে চলছিল হিটার, নেপালে দম আটকে মৃত্যু কেরলের ৮ পর্যটকের
ABP Ananda, Web Desk
Updated at:
21 Jan 2020 11:26 PM (IST)
রিসর্ট ম্যানেজার জানিয়েছেন, সব দরজা, জানালা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরে ঠান্ডা কমাতে গ্যাস হিটার জ্বলছিল, সেই গ্যাসে দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -