কলকাতা: কাল থেকে শ্যুটিং শুরু, নবান্নে (Nabanna) বৈঠকের পরেই কাটল জট। কাটল জট, টালিগঞ্জ স্টুডিওপাড়ায় (Tollygung Shooting Controversy) কাল থেকে ফের শ্যুটিং শুরু। কাল থেকে স্টুডিওপাড়ায় ফ্লোরে ফিরছেন পরিচালক-টেকনিশিয়ানরা (Director Technician Conflict)। 'ফোন করে কিছু বিষয়ে বলছেন মুখ্যমন্ত্রী', বলেন স্বরূপ বিশ্বাস। বিরোধিতা সরিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা ফেডারেশনের। গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ, দেবকে নিয়ে রিভিউ কমিটি।
সাংবাদিকদের মুখোমুখি ফেডারেশন, কী বললেন প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস?
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয় ফেডারেশন। তাঁদের তরফে স্বরূর বিশ্বাস বলেন, 'সকল কলাকুশলীদের পক্ষ থেকে তাঁকে আমাদের আন্তরিক প্রণাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। তিনি আবার আমাদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন কোনও কিছু বন্ধ করে কোনও সমাধান সূত্র বের করা যায় না। তিনি যেমন বনধ বিরোধী, আমাদের ফেডারেশনও বরাবর বনধ বিরোধী। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই যে কোনও সমস্যার সমাধান বেরোবে। তিনি আমাকে ফোন করেছিলেন, কিছু বিষয়ে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আগামী দিনে অবশ্যই সেগুলো মাথায় নিয়ে চলব। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অবশ্যই মান্যতা দেব, মানব।'
তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি কোনওকিছু শুধুমাত্র ইগো দিয়ে হয় না। ইগোটাকে ছেড়ে রেখে আসুন আমরা সকলে একসঙ্গে কাজ করি, এবং এই ফেডারেশন তথা টলিউডকে আরও সমৃদ্ধ করি। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে, পুরনো পরিচিতিতে ফিরে আসবে। একটি হাইপাওয়ার কমিটি গড়েছেন সম্মানীয় গৌতম ঘোষ, সম্মানীয় অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব এই কমিটিতে আছেন। তাঁরা আগামীদিনে আমাদের সঙ্গে, সকলের সঙ্গে কথা বলবেন। তারপর আলোচনার মাধ্যমে কোথায় পরিবর্তন তা নিয়ে কথা হবে। আমাদের বক্তব্য সেখানে তুলে ধরব। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, এই ফেডারেশনের অভিভাবক, তিনি যেভাবে আমাদের গাইড করবেন আমরা সেভাবেই কাজ করব।'
আরও পড়ুন: Pavel Durov: একশোর বেশি সন্তানের 'বাবা' ! সিনেমার 'ভিকি ডোনর'কে মনে করালেন টেলিগ্রাম CEO পাভেল দুরভ
তবে রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে সেটে এলে কী অবস্থান হবে টেকনিশিয়ানদের? বারবারই এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের কাছে কিছু নির্দেশ এসেছে, আমরা সেগুলিকে মান্যতা দিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।